রাতের ট্রেনে এবার দিঘা, সকালেই পা পড়বে সমুদ্রসৈকতে

এই ট্রেন উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক, দেশপ্রাণ, কাঁথি স্টেশনে দাঁড়াবে। অন্যদিকে এই সময় দিঘায় অনেকটাই সস্তায় ইলিশ পাওয়া যাচ্ছে।

Must read

বাঙালি মানেই ভ্রমণপ্রিয়। আর এখন তো চলছে ছুটির মরশুম। আর ছুটি মানেই দিঘার (Digha) সমুদ্রসৈকত। রাতে দিঘার কোন ট্রেন না থাকায় অফিসযাত্রীরা বেশ সমস্যায় থাকত। এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে। রাতে ট্রেনে করে সকালে দিঘায় পৌঁছনোর ব্যবস্থা এতদিন ছিল না। দক্ষিণপূর্ব রেলের দৌলতে দিঘায় যাওয়ার ট্রেন শুধুমাত্র ভোরবেলা বা সকালের দিকেই ছিল এতদিন। টিকিট পাওয়া নিয়েও সমস্যায় পড়তে হতো।

আরও পড়ুন-‘ভারতকে প্রশ্ন তুলতে হবে বিচার বিভাগের প্রতি এমন নির্লজ্জ অবহেলা কেন’ টুইটবার্তায় ক্ষোভ মুখ্যমন্ত্রীর

আপাতত পরীক্ষামূলকভাবে এই রাতের ট্রেনে দিঘা সফর পরিষেবা চালু করা হবে বলেই জানা গিয়েছে। সফল হলে সারা বছরের জন্য এই পরিষেবা বাস্তবায়িত হতে চলেছে। এই ১৫ই অগাস্ট ৭৬তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষ্যে আজ, শনিবার এবং আগামীকাল রবিবার সাঁতরাগাছি থেকে দিঘার এই বিশেষ ট্রেন ছাড়বে। রাতেই এই ট্রেন ছাড়বে। ভোরে পর্যটরদের দিঘা পৌঁছে দেবে। ১৫ তারিখ স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি থাকছে। ১২ এবং ১৩ তারিখ শনিবার এবং রবিবার ছুটি থাকে। সোমবার ছুটি নিয়ে নিলে লম্বা চার দিনের ছুটি হয়ে যাচ্ছে। এই সময় এই উপহার বেশ কার্যকর হবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন-খালি জমিতে ফেলা যাবে না ময়লা, কড়া দাওয়াই পুরসভার

শনিবার এবং রবিবার সাঁতরাগাছি থেকে দিঘার রাতের ট্রেন ১১টা ৪৫ মিনিটে ছাড়বে। ভোর ৩টে নাগাদ দিঘায় পৌঁছে যাবে পর্যটকরা। ফেরার সময় রবিবার এবং সোমবার সকাল ৮টায় ট্রেন ধরতে হবে।১২টা ১০ মিনিটে সাঁতরাগাছি পৌঁছে দেবে যাত্রীদের । এই রাতের ট্রেন সফরে যাত্রীরা ১২টি সাধারণ স্লিপার এবং চারটি থ্রি–টায়ার কামরা পেতে চলেছেন। এমন সময়কে বেছে নেওয়ার জন্য দিঘায় যাওয়ার ট্রেনের টিকিটের চাহিদাও বেশি থাকে। দক্ষিণ–পূর্ব রেল যাত্রীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিল।

আরও পড়ুন-ধর্ষণের শিকার নাবালিকা, হাসপাতালে সন্তানের জন্ম দিয়ে ফের গণধর্ষণ

এই ট্রেন উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক, দেশপ্রাণ, কাঁথি স্টেশনে দাঁড়াবে। অন্যদিকে এই সময় দিঘায় অনেকটাই সস্তায় ইলিশ পাওয়া যাচ্ছে। তাই এই সময় ভিড় ভালোই হবে বলেই মনে করছে দক্ষিণ পূর্ব রেল।

Latest article