তিন বছরে বাংলায় ৬০০ কোটি বিনিয়োগ করতে চলেছে বার্জার, নতুন কারখানা এবার পানাগড়ে

খুব স্বাভাবিকভাবেই, বার্জার পেন্টসের বিনিয়োগের ফলে রাজ্যে ১,০০০-র বেশি কর্মসংস্থান তৈরি হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

Must read

বাংলার (West Bengal) জন্য ফের সুখবর। বাড়তে চলেছে বিনিয়োগ। আগামী দু’তিন বছরে বার্জার পেন্টস (Berger Piants) বাংলায় ৬০০ কোটি বিনিয়োগ করতে চলেছে। ভারতের দ্বিতীয় বৃহত্তম রং সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অভিজিৎ রায় এই বিষয়ে জানিয়েছেন, পানাগড়ে একটি কারখানা গড়ে তোলা হবে। রিষড়া এবং সিঙ্গুরে যে কারখানা আছে, সেই দুটি কারখানার সম্প্রসারণ করা হবে।

আরও পড়ুন-‘ভারতকে প্রশ্ন তুলতে হবে বিচার বিভাগের প্রতি এমন নির্লজ্জ অবহেলা কেন’ টুইটবার্তায় ক্ষোভ মুখ্যমন্ত্রীর

শুক্রবার বার্জার পেন্টসের বার্ষিক সভার পর ম্যানেজিং ডিরেক্টর এই বিষয়ে জানান, পানাগড় শিল্পপার্কে একটি কারখানা গড়ে তোলা হবে। সেই কারখানার নির্মাণকাজ আগামী সাত-আট মাসের মধ্যে শুরু হয়ে যাবে। দু’বছরের মধ্যে সেই কারখানা তৈরি হয়ে যাবে বলেই আশাবাদী তিনি। তিনি আরও জানিয়েছেন, ওই কারখানায় ৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে।

আরও পড়ুন-রাতের ট্রেনে এবার দিঘা, সকালেই পা পড়বে সমুদ্রসৈকতে

তিনি বলেন, রিষড়ার কারখানার সম্প্রসারণের জন্য ১২০-১৩০ কোটি টাকা বিনিয়োগ করা হবে যাতে ওই কারখানায় আরও বেশি কাজ হয়। সিঙ্গুরের কারখানার সম্প্রসারণের জন্য ৭০ কোটি টাকা বিনিয়োগ করা হবে কিন্তু হাওড়ার পুরনো কারখানা বন্ধ হয়ে দেওয়া হচ্ছে। আগামী পাঁচ-ছয় বছরে বার্জার পেন্টসের মোট বার্ষিক আয় বাড়িয়ে ২০,০০০ কোটি টাকা করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। জানা গিয়েছে, গত অর্থবর্ষে বার্জার পেন্টসের আয় হয়েছিল ১০,০০০ কোটি টাকা।

আরও পড়ুন-দেবী মনসা পদ্মাসনা সর্পদেবী

খুব স্বাভাবিকভাবেই, বার্জার পেন্টসের বিনিয়োগের ফলে রাজ্যে ১,০০০-র বেশি কর্মসংস্থান তৈরি হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। সবমিলিয়ে রাজ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আরও বেশি কর্মসংস্থান তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল।

Latest article