প্রধানমন্ত্রীর ‘মিথ্যাচারের’ জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদির অভিযোগের পাল্টা তোপ দেগে বলেন, "কোনও তথ্যপ্রমাণ ছাড়াই কথা বলছেন নরেন্দ্র মোদি।

Must read

বাংলার পঞ্চায়েত নির্বাচনে (Panchayat election) লজ্জাজনক হারের পর রাজ্যে হিংসার অভিযোগ তুলেছে বিজেপি(BJP)। শনিবার সেই প্রসঙ্গ তুলেই ভার্চুয়াল ভাষণে বাংলার ভোট হিংসা নিয়ে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তাঁর এই অভিযোগের পাল্টা জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মোদিকে নিশানা করে এদিন তিনি জানালেন, ‘আপনার দলের নেতা-কর্মীরা বাংলার ৬৫ জনকে খুন করেছে। আর তাতে ইন্ধন জুগিয়েছেন আপনি।’

আরও পড়ুন-তিন বছরে বাংলায় ৬০০ কোটি বিনিয়োগ করতে চলেছে বার্জার, নতুন কারখানা এবার পানাগড়ে

এদিন ভার্চুয়াল ভাষণে বাংলায় ভোট হিংসার অভিযোগ তুলে বিজেপির প্রশংসা করে মোদি বলেন, “পশ্চিমবঙ্গের ঐতিহ্য ফেরানোর চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব। বাংলার ভোটে তৃণমূল রক্তের খেলা খেলেছে। প্রস্তুতির সময় না দিয়ে ভোটের দিনক্ষণ ঘোষণা করে। বিজেপি প্রার্থীকে মনোনয়ন জমা দিতেও বাধা দেওয়া হয়েছে। যদি মনোনয়ন জমাও দিতে পারেন, তো ভোটের লড়াইতে বাধা দেওয়া হয়। প্রচারে বাধা দেওয়া হয়। শুধু বিজেপি নেতাদেরই নয়, ভোটারদেরও ভয় দেখানো হয়েছে। বিজেপি প্রার্থীদের আত্মীয়দেরও হুমকি দেওয়া হয়। ভোটে ছাপ্পা দেওয়া হয়েছে। বুথ দখলের জন্য গুন্ডাদের বরাত দেওয়া হয়। ব্যালট বক্স চুরির বরাতও দেওয়া হয়। ভোটগণনার সময় বিজেপি এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।” ভোট হিংসা নিয়ে এদিন মোদির অভিযোগকে পুরোপুরি মিথ্যা বলে পাল্টা তোপ দেগেছে তৃণমূল।

আরও পড়ুন-রাতের ট্রেনে এবার দিঘা, সকালেই পা পড়বে সমুদ্রসৈকতে

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদির অভিযোগের পাল্টা তোপ দেগে বলেন, “কোনও তথ্যপ্রমাণ ছাড়াই কথা বলছেন নরেন্দ্র মোদি। উনি চান গরিব মানুষদের মৃত্যু হোক। শুধুমাত্র বিজেপি নেতারা বেঁচে থাকুক। আপনি দুর্নীতি নিয়ে কোনও কথা বলতে পারেন না। কারণ আপনি একাধিক দুর্নীতি ইস্যুতে যুক্ত। কখনও কখনও সাধারণ মানুষকে আপনি বোকা বানাতে পারেন। সবসময় পারবেন না। আপনার দলের নেতা-কর্মীরা বাংলার ৬৫ জনকে খুন করেছে। আর তাতে ইন্ধন জুগিয়েছেন আপনি।”

আরও পড়ুন-‘ভারতকে প্রশ্ন তুলতে হবে বিচার বিভাগের প্রতি এমন নির্লজ্জ অবহেলা কেন’ টুইটবার্তায় ক্ষোভ মুখ্যমন্ত্রীর

মমতার পাশাপাশি রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও মোদিকে তোপ দেগে বলেন, “নির্বাচনে জিততে পারেননি বলে আপনি বাংলা সম্পর্কে অসত্য কথা বলবেন মোদিজি? আপনি বলছেন এখানকার সরকার নাকি আদিবাসী দলিতদের উপর অত্যাচার করে। গোটা ভারত জানে আদিবাসী দলিতদের উপর সবচেয়ে বেশি অত্যাচার হয় বিজেপি শাসিত উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশে। দলিতদের উপর প্রস্রাব, নির্যাতন, ধর্ষণ করা হচ্ছে ওখানে। এখানে এসে বলছেন বাংলার আদিবাসীদের মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন না! আপনি মিথ্যা বলছেন।” পাশাপাশি আর বলেন, “এখানে পঞ্চায়েত নির্বাচনে হেরেছেন বলে সন্ত্রাসের অভিযোগ করছেন আপনি। সন্ত্রাস যদি হয়ে থাকে তা বিজেপি করেছে। বাংলায় মৃত শরীর দরকার ছিল আপনাদের, তা নিয়ে ডেডবডি পলিটিক্স করেছেন। অত্যন্ত দুখঃজনক।”

 

Latest article