মুক্তির আগেই অনলাইনে শাহরুখের জওয়ানের দৃশ্য প্রকাশ্যে,তদন্তে পুলিশ

এই প্রোফাইলের মালিকদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জানা গিয়েছে, তাদের মধ্যে একজন সেই নোটিশ গ্রহণ করেছেন।

Must read

ছবি মুক্তি পেতে এখনো প্রায় মাস খানেক বাকি। কিন্তু জওয়ান (Jawan) ছবির বেশ কয়েকটি দৃশ্য তার আগেই অনলাইনে (Online) ফাঁস হয়ে গেল। শাহরুখের পরবর্তী ছবির এই ক্লিপ টুইটারে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট অনুযায়ী কপিরাইট আইন লঙ্ঘন করার জন্য একটি কেস ফাইল করা হয়েছে।

আরও পড়ুন-প্রধানমন্ত্রীর ‘মিথ্যাচারের’ জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এই ঘটনার পরেই প্রযোজনা সংস্থার তরফে দিল্লি হাইকোর্টে অভিযোগ দায়ের করা হয়। হাইকোর্ট টুইটারকে এই ভিডিয়ো ক্লিপগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেয়। মাইক্রো ব্লগিং সাইটের তরফে এরপর সব সরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-তিন বছরে বাংলায় ৬০০ কোটি বিনিয়োগ করতে চলেছে বার্জার, নতুন কারখানা এবার পানাগড়ে

জানা গিয়েছে, আননোন এসআরকিয়ান, ঘুলাম মুস্তাফা, নীতিশ নবীন, আরহান এবং হোয়াই সো সিরিয়াস প্রোফাইলগুলোর থেকে এই কাজ করা হয়েছে। ১০ অগস্ট মুম্বইয়ের সান্তাক্রুজ পুলিশ স্টেশনে আইপিসি ৩৭৯, এবং আইটি অ্যাক্টের ৪৩ বি ধারায় ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে। এফআইআর অনুযায়ী কেউ জওয়ান ছবির ক্লিপ চুরি করে সেটাকে টুইটারে শেয়ার করে দিয়েছে। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফে কপিরাইট লঙ্ঘন করার জন্য কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে ।

আরও পড়ুন-রাতের ট্রেনে এবার দিঘা, সকালেই পা পড়বে সমুদ্রসৈকতে

সূত্রের খবর, এই ছবির শুটিংয়ের সময় শুট লোকেশনে ফোনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। কোনও কিছু যাতে রেকর্ড না করা হয় সেদিকেও নজর দেওয়া হয়। তারপরেও কিভাবে এই ঘটনা ঘটল সেটাই আশ্চর্যে । রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফে ৫টি টুইটার অ্যাকাউন্ট খুঁজে বের করা হয়েছে। এই প্রোফাইলের মালিকদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জানা গিয়েছে, তাদের মধ্যে একজন সেই নোটিশ গ্রহণ করেছেন।

Latest article