ঘৃণাসূচক বক্তব্য ঠেকাতে এবার কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

আবেদনকারী যেন সমস্ত ভিডিয়ো সহ অন্যান্য প্রমাণগুলি নোডাল অফিসারের কাছে জমা দেন সেই কথাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।

Must read

গোটা দেশজুড়ে ঘৃণাসূচক বক্তব্য (Hate speech) ঠেকাতে শুক্রবার এবার কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme court of India)। এদিন সুপ্রিম কোর্ট গোটা দেশ জুড়ে ঘৃণাসূচক বক্তব্য সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখতে কমিটি তৈরী করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারকে।

আরও পড়ুন-মুক্তির আগেই অনলাইনে শাহরুখের জওয়ানের দৃশ্য প্রকাশ্যে,তদন্তে পুলিশ

উল্লেখ্য, সাংবাদিক শাহিন আবদুল্লাহ হরিয়ানার সাম্প্রদায়িক হানাহানির প্রসঙ্গ তুলে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন, যে ধরনের ঘৃণাসূচক বক্তব্য প্রকাশ্যে বলা বেড়েই চলেছে সেটা বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হোক।

আরও পড়ুন-প্রধানমন্ত্রীর ‘মিথ্যাচারের’ জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এসভিএন ভাট্টি এই মর্মে জানিয়েছেন, সম্প্রদায়গুলির মধ্য়ে সম্প্রীতি বজায় রাখা খুব প্রয়োজন। হেট স্পিচের যে সমস্যা সেটা মোটেও ভালো নয়। কেউ এটাকে সাদরে গ্রহণ করে না। সুপ্রিম কোর্ট অ্যাডিশনাল সলিসিটর জেনারেল কেএম নটরাজকে এই বিষয়ে জানিয়েছেন, আগামী ১৮ অগস্টের মধ্য়ে কমিটি তৈরি নিয়ে অগ্রগতি কতটা হল সেটা জানাতে হবে। আবেদনকারী যেন সমস্ত ভিডিয়ো সহ অন্যান্য প্রমাণগুলি নোডাল অফিসারের কাছে জমা দেন সেই কথাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-তিন বছরে বাংলায় ৬০০ কোটি বিনিয়োগ করতে চলেছে বার্জার, নতুন কারখানা এবার পানাগড়ে

এই পিটিশনে আবদুল্লাহ জানিয়েছেন, ‘আমরা আশা করছি ও বিশ্বাস করছি রাজ্য সরকার ও পুলিশ কোনও রকম ঘৃণাসূচক বক্তব্য রুখতে সবরকম ব্যবস্থা নেবে। কোনওরকমভাবে কোন সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসা ছড়ানো বা সম্পত্তি হানি করা যাবে না।’

Latest article