ধসে রাস্তাজুড়ে পাথরের স্তূপ, মৃত্যু ৫ তীর্থযাত্রীর

১১ থেকে ১৪ আগস্ট পর্যন্ত একাধিক জেলায় লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি বিধ্বস্ত কোটদ্বার পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

Must read

প্রবল ঝড়-বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ (Uttarakhand Rudraproyag) জেলায় তারসালি এলাকায় ধস নামে। এর ফলেই বন্ধ রয়েছে বেশ কয়েকটি রাস্তা। রাস্তাজুড়ে তখন পাথরের স্তূপ। সেই স্তূপে গাড়ি চাপা পড়ল। এই মর্মান্তিক ঘটনায় ৫ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে । জানা গিয়েছে, ধসে রাস্তাজুড়ে পাথরের স্তূপে ভর্তি হয়ে যায়। শনিবার উত্তরাখণ্ড পুলিশের তরফে দুর্ঘটনার খবরটি প্রকাশ্যে আনা হয়।

আরও পড়ুন-ঘৃণাসূচক বক্তব্য ঠেকাতে এবার কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে রুদ্রপ্রয়াগের কাছে গুপ্তকাশী-গৌরীকুণ্ড মহাসড়কের কাছে তারসালি এলাকায় ধস নামে। মহাসড়কের উপর ধ্বংসস্তুপ তৈরি হয়। প্রায় ৬০ মিটার এলাকা একপ্রকার বিধ্বস্ত হয় পড়েছিল। কেদারনাথ যাওয়ার পথে সোনপ্রয়াগের কাছে একটি পাথর তীর্থযাত্রীদের গাড়ির উপর এসে পড়ে। সেখানে ছিল পাঁচ তীর্থযাত্রী। তাদের মধ্যে একজন গুজরাটের বাসিন্দা ছিলেন। মৃত তীর্থযাত্রীরা হলেন জিগার আর মোদী, মহেশ দেশাই এবং পারিক দিব্যাংশ গুজরাটের বাসিন্দা। এছাড়া মিন্টু কুমার এবং মণীশ কুমার হরিদ্বারের বাসিন্দা।

আরও পড়ুন-মুক্তির আগেই অনলাইনে শাহরুখের জওয়ানের দৃশ্য প্রকাশ্যে,তদন্তে পুলিশ

বিপর্যয় মোকাবিলা দল গতকাল ধ্বংসস্তূপ সরিয়ে গাড়িটিকে উদ্ধার করে। পাঁচটি দেহ উদ্ধার হয়। দুর্ঘটনার ফলে কেদারনাথ যাওয়ার গুপ্তকাশী-গৌরীকুণ্ডের হাইওয়ে দীর্ঘক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। প্রবল বৃষ্টির ফলে গত কয়েকদিন ধরেই উত্তরাখণ্ডের বেশ কয়েকটি জেলায় বেহাল অবস্থা। ১১ থেকে ১৪ আগস্ট পর্যন্ত একাধিক জেলায় লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি বিধ্বস্ত কোটদ্বার পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

 

Latest article