প্রতিবেদন : কর্পোরেট লুক। কিন্তু বাণিজ্যিকভাবে নয়। শিশু, মধ্যবয়সি এবং বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য কর্পােরেট আঙ্গিকে বিশেষ চিকিৎসা ব্যবস্থার ইউনিট চালু করতে চলেছে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ইতিমধ্যে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য বিশেষ ইউনিট চালু হয়েছে মেডিক্যাল কলেজে। এখানে শিশুদের জন্য তৈরি করা হয়েছে প্লে রুম। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায় রবিবার বলেন, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের শুধু চিকিৎসাই নয়, মনোরঞ্জনেরও ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন-ভবাপাগলার মেলায় জলে-স্থলে কড়া নজরদারি
যা সরকারি হাসপাতালে দৃষ্টান্ত। এসবের পাশাপাশি মেডিক্যাল কলেজে বয়স্কদের জন্য নিউমোনিয়া প্রতিরোধক টিকাকরণ শুরু হবে। এজন্য পৃথক ইউনিট চালু করা হচ্ছে। কোভিডের পর দেখা যাচ্ছে বয়স্করা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছেন হাসপাতালে আধুনিক চিকিৎসা পদ্ধতি চালু করতে। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। নিউমোনিয়া টিকার বাজারের দাম তিন থেকে চার হাজার টাকা। হাসপাতালে যা বিনামূল্যে দেওয়া হবে।
আরও পড়ুন-পূর্বমেদিনীপুরে প্রস্তুতি সভা কাটোয়ায় কর্মসূচিতে পরিত্রাতা অভিষেক
কলেজের অধ্যক্ষ ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস ও সুপার ডাঃ অঞ্জন অধিকারী এই বিশেষ ইউনিট তৈরি করতে উদ্যোগী হয়েছেন। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায় বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমরা কাজ করছি। আধুনিক চিকিৎসা ব্যবস্থা মানুষের কাছে পৌঁছে দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এ-ছাড়া মধ্যবয়সি যারা তাদের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।