আজব কাণ্ড। মাঠের পাশে শুকনো পাতকুয়োর প্রায় ২০ ফুট নিচে পড়েছিল একরত্তি শিশু (Newly born baby)। আর তাকে পাহারা দিচ্ছিল একটি সাপ (Snake)। সারা রাত কুয়োর নিচে পড়ে থাকার পর সকালে শিশুটিকে প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। শিশুর কান্নার শব্দ শুনে তাকে কুয়ো থেকে তোলেন এক গ্রামবাসী। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সুস্থই আছে একরত্তি। মনে করা হচ্ছে, শিশুটিকে পরিকল্পনা করেই শুকনো পাতকুয়োয় ফেলে দেওয়া হয়েছিল। কে বা কারা এই দুষ্কর্ম করল তার খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বদায়ুঁ জেলার। শিশুটিকে কুয়ো থেকে উদ্ধার করেন গ্রামের বাসিন্দা প্রেম রাজ নামে এক ব্যক্তি। মাঠে কাজ করতে করতে শিশুর কান্নার শব্দ শুনতে পেয়ছিলেন তিনি। কুয়োতে নেমে তিনি দেখেন, শিশুটির পাশেই ফণা তুলে বসে আছে একটি বিষধর সাপ। কিন্তু শিশুটির কোনও ক্ষতি করেনি সাপটি। বরং তাঁকে কুয়োয় নামতে দেখে ধীরে ধীরে সাপটি সরে যায় বলে জানিয়েছেন উদ্ধারকারী গ্রামবাসী। এরপর তিনি শিশুটিকে কোলে তুলে নিয়ে আসেন। স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এদিকে এই ঘটনার কথা জানাজানি হতেই শিশুটিকে দেখতে ভিড় করেন গ্রামবাসীরা। কুয়োর ২০ ফুট নিচে সারারাত পড়ে থাকা এবং সাপটির কার্যত একরত্তিকে (Newly born baby) পাহারা দেওয়ার ঘটনাকে ‘মিরাকল’ বলছেন অনেকেই। ঘটনাটি কীভাবে ঘটল, কারা শিশুটিকে কুয়োয় ফেলে রেখে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে বদায়ুঁ জেলার পুলিশ।