প্রতিবেদন : অবাক করা দুর্ঘটনার খবর বৃহস্পতিবার সকালে। অত্যাধুনিক ‘বন্দে ভারত’ এক্সপ্রেসে (Vande Bharat Express) ধাক্কা খেল মোষের পাল। এই ঘটনায় ট্রেনের সামনের অংশের একটি দিক ভেঙে যায়। তবে পশুগুলির তেমন কোনও আঘাত লাগেনি বলেই রেল সূত্রে খবর।
যাত্রা শুরুর ছ’দিনের মাথায় মুম্বই সেন্ট্রাল এবং গান্ধীনগরের মধ্যে চলা এই সুপারফাস্ট বিলাসবহুল ট্রেন দুর্ঘটনার কবলে পড়ল। এদিন সকালে সোয়া এগারোটা নাগাদ বাটওয়া এবং মণিনগর স্টেশনের মাঝে তীব্র গতিতে ছুটে আসা ‘বন্দে ভারত’ এক্সপ্রেস (Vande Bharat Express) মোষের পালকে ধাক্কা মারে। মোষগুলি তখন লাইন পারাপার হচ্ছিল। দুর্ঘটনার জেরে ট্রেনের সামনের অংশের একটি দিক ভেঙে যায়। ইঞ্জিন মেরামত করে রওনা দিয়েছে ট্রেন। গত ৩০ সেপ্টেম্বর দেশের তৃতীয় ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সর্বোচ্চ ১৬০ কিমি গতিবেগ এই অত্যাধুনিক ট্রেনের। তাতেই কয়েকদিনের মধ্যে দুর্ঘটনা।
আরও পড়ুন-সঙ্কটজনক মুলায়ম