পত্র-পত্রিকা

সংখ্যাটিতে আছে ছোটদের মনের মতো বিভিন্ন স্বাদের লেখা। জানা গেছে, এখন থেকে বছরে বের হবে ছ’টি সংখ্যা। আগাগোড়া রঙিন।

Must read

সম্প্রতি অবনীন্দ্র সভাগৃহে প্রকাশিত হল ‘চির সবুজ লেখা’র জুলাই-অগাস্ট সংখ্যা। অর্পিতা ঘোষ সম্পাদিত পত্রিকাটি প্রকাশ করে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত শিশু কিশোর আকাদেমি। সংখ্যাটিতে আছে ছোটদের মনের মতো বিভিন্ন স্বাদের লেখা। জানা গেছে, এখন থেকে বছরে বের হবে ছ’টি সংখ্যা। আগাগোড়া রঙিন। পত্রিকার পাশাপাশি বিভিন্ন বই প্রকাশ করে এই আকাদেমি। কিছুদিন আগেই সুনির্মল বসুর জন্মদিনে আকাদেমি ছোটদের জন্য ছড়াগড়া কর্মশালার আয়োজন করেছিল। অংশ নিয়েছে বহু খুদে ছড়াশিল্পী। পাশাপাশি সারাবছর আয়োজিত হয় বিভিন্ন অনুষ্ঠান।

আরও পড়ুন-তুলসী পাতার পাঁকের কথা, বাম আমলে দুর্নীতির বৃত্তান্ত

বেরিয়েছে ‘বিচিত্রপত্র’ জুলাই-সেপ্টেম্বর ২০২২ সংখ্যা। পত্রিকার বিশেষ সংখ্যাটিতে আছে বিভূতিভূষণ ও পথের পাঁচালী নিয়ে একগুচ্ছ লেখা।
প্রকাশিত হয়েছে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ চলচ্চিত্রের অপ্রকাশিত চিত্রনাট্যের খসড়া। সঙ্গে দুষ্প্রাপ্য কিছু ছবি। পাশাপাশি পথের পাঁচালীর স্ক্র্যাপবুক, অব্যবহৃত বুকলেট, দুষ্প্রাপ্য নথিপত্র ইত্যাদি।
সবিতেন্দ্রনাথ রায় লিখেছেন ‘বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি’। ছাত্রজীবনে তিনি পেয়েছিলেন বিভূতিভূষণের সাক্ষাৎ। প্রথম সাক্ষাতেই হয়েছিল নিজের লেখা দেখানোর বিরল সুযোগ। আলোচ্য লেখাটি পড়ে জানা যায়, বিলাস আড়ম্বর একেবারেই পছন্দ করতেন না বিভূতিভূষণ। পোশাক সম্বন্ধেও ছিলেন উদাসীন। টাকা-পয়সার ব্যাপারেও তাই।

আরও পড়ুন-তিন মহিলার ফাঁসি

বারিদবরণ ঘোষের লেখার শিরোনাম ‘ইচ্ছে নদী ইছামতী’। মিত্রা বন্দোপাধ্যায় লিখেছেন ‘বিভূতিভূষণ : আমার শ্বশুরমশাই’। বহু অজানা ঘটনা তিনি প্রকাশ করেছেন।
এরসঙ্গে বিভূতিভূষণ ও পথের পাঁচালী নিয়ে আছে সঞ্জয় মুখোপাধ্যায়, পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, গৌতম মিত্র, জাগরী বন্দ্যোপাধ্যায়, দেবর্ষি বন্দ্যোপাধ্যায়, সৌম্যকান্তি দত্ত, কৌশিক মজুমদার, রাজর্ষি গুপ্ত, সৌরদীপ বন্দ্যোপাধ্যায়, দেবরাজ গোস্বামী, স্যমন্তক চট্টোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ লেখা। আছে কবীর সুমনের অনবদ্য কবিতা ‘বিভূতিভূষণের গান’।

আরও পড়ুন-ঘুমের ওষুধ

এ-ছাড়াও সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে লীলা মজুমদার ও সন্দীপ রায়ের ধারাবাহিক, বিশেষ রচনা, গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ, খেলা প্রভৃতি বিভাগ। সংখ্যাটি সংগ্রহে রাখার মতো। সম্পাদক সৌরদীপ বন্দ্যোপাধ্যায়, অয়ন চট্টোপাধ্যায় ও সৌম্যকান্তি দত্ত। দাম ১০০ টাকা।
অংশুমান চক্রবর্তী

Latest article