মুম্বই : ২০২৩-এও তিনি সিএসকের (CSK) জার্সি গায়ে মাঠে নামবেন। শুক্রবার রাজস্থান ম্যাচের আগে স্পষ্ট করে দিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।
ঠিক কী বলেছেন তিনি? এটাই যে, ‘‘নিশ্চিতভাবে আমি পরের আইপিএলেও খেলব। চেন্নাইয়ের হয়ে না খেললে সেটা অন্যায় হবে। সিএসকে ফ্যানদের সঙ্গেও সেটা ভাল হবে না। তবে ২০২৩ শেষ বছর কি না সেটা দেখতে হবে।”
এর আগে ধোনি বলেছিলেন, ‘‘পরের বছরও আছি। তবে কোন ভূমিকায় সেটা জানতে অপেক্ষা করতে হবে।”
আরও পড়ুন: যে কোনও দলকে হারাতে পারি, বিরাট-ফর্মে উজ্জীবিত আরসিবি কোচ
শুক্রবার কোনও রাখঢাক না করেই ক্যাপ্টেন কুল (CSK- MS Dhoni) জানিয়ে দিলেন, তিনি প্লেয়ার হিসাবেই পরেরবার মাঠে নামবেন। ধোনি আরও বলেছেন, তাঁর মনে হচ্ছে যে পরেরবার আইপিএল দু-তিনটি শহরের মধ্যে আটকে না থেকে সর্বত্র খেলা হবে। তাতে তাঁর সামনে সুযোগ থাকবে সব ভেনুতে গিয়ে দর্শকদের কাছে বিদায় চেয়ে নেওয়ার। ‘‘তবে ২০২৩ আমার শেষ বছর হবে কি না তা এখনই বলতে পারছি না। তবে আগামী বছর আরও শক্তিশালী হয়ে মাঠে নামার জন্য পরিশ্রম করব।” বলেছেন চেন্নাই অধিনায়ক।
রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) সরে যাওয়ার পর মাঝপথে দলের হাল ধরতে হয়েছে ধোনিকে। তাঁর দল অবশ্য এবার আইপিএল প্লে-অফের বাইরে চলে গিয়েছে। তবে ধোনি দায়িত্ব নেওয়ার পর তাঁর দল কিন্তু কয়েকটি ম্যাচ জিতেছে।