কানাডাবাসী খালিস্তানি নেতা পান্নুর সম্পত্তি বাজেয়াপ্ত করল এনআইএ

ভারত-কানাডা দ্বিপাক্ষিক টানাপোড়েনের মাঝে এবার ফেরার খালিস্তানি জঙ্গিনেতা গুরপতবন্ত সিং পান্নুর সম্পত্তি বাজেয়াপ্ত করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ

Must read

প্রতিবেদন : ভারত-কানাডা দ্বিপাক্ষিক টানাপোড়েনের মাঝে এবার ফেরার খালিস্তানি জঙ্গিনেতা গুরপতবন্ত সিং পান্নুর সম্পত্তি বাজেয়াপ্ত করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। শনিবার কানাডাবাসী পান্নুর অমৃতসর ও চণ্ডীগড়ের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বর্তমানে কানাডা থেকে ভারত-বিরোধী খালিস্তানি সংগঠন চালানো এই পান্নুর বিরুদ্ধে অন্তত ২০টি গুরুতর অপরাধ মামলা চলছে ভারতে। কানাডার সঙ্গে কূটনৈতিক সংঘাত তীব্র হওয়ার পর এই অভিযুক্তের অমৃতসরের পৈর্তৃক বাড়ি এবং চণ্ডীগড়ের ফ্ল্যাট বাজেয়াপ্ত করল এনআইএ।

আরও পড়ুন-ব্রিটিশ আমলের পুজোর ঐতিহ্য আজও বহমান

ভারত বিরোধিতায় কানাডার মাটিকে ব্যবহার করে দীর্ঘদিন ধরেই দেশবিরোধী বিবৃতি দিয়ে চলেছেন পান্নু। কয়েক দিন আগে ভারতের একটি টিভি চ্যানেলের আলোচনায় কানাডা থেকে যোগ দিয়েছিলেন তিনি। শিখ এই জঙ্গিনেতা হুঁশিয়ারি দিয়েছেন, কানাডায় বসবাসকারী হিন্দুদের সেদেশ ছেড়ে চলে যেতে হবে। কানাডায় বসবাসকারী ভারতীয়রা খালিস্তান আন্দোলনের বিরোধিতা করলে জবাব দেওয়া হবে। পান্নুর বিরুদ্ধে সম্প্রতি মুখ খুলেছেন কানাডার সাংসদ চন্দ্র আর্য্য। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারাল দলের ভারতীয় বংশোদ্ভূত এই সাংসদের অভিযোগ, পান্নু কানাডায় বসবাসকারী হিন্দুদের কাছে আতঙ্ক হয়ে উঠেছেন। তিনি হিন্দুদের কানাডা ছেড়ে যাওয়ার জন্য লাগাতার হুমকি দিচ্ছেন। বিভিন্ন হামলার অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন-গদ্দারের নন্দীগ্রামে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপির অন্দরে ঝড়, প্রকাশ্যে বিদ্রোহ দুই বিজেপি নেতার

এই পরিস্থিতিতে গোটা পরিস্থিতির দিকে নজর রেখে সতর্ক হয়ে উঠেছে দেশের গোয়েন্দা বিভাগ। খালিস্তানপন্থীদের বিরুদ্ধে দেশব্যাপী তদন্তে সমন্বয় তৈরি করতে আগামী মাসে দিল্লিতে রাজ্যগুলির গোয়েন্দা সংস্থাগুলিকে নিয়ে বৈঠক করতে চলেছে এনআইএ। আগামী মাসের মাঝামাঝি সময় এই বৈঠকের জন্য রাজ্যের গোয়েন্দা সংস্থাগুলিকে প্রস্তুত হতে বলা হয়েছে।

আরও পড়ুন-জিতলে সিরিজ, ইন্দোরেও বৃষ্টির আশঙ্কা, আজ ফের ভারত-অস্ট্রেলিয়া

এনআইএ-র এক কর্তার কথায়, দিল্লির বৈঠকে কেন্দ্রীয় সরকারের সব এজেন্সিকে ডাকা হচ্ছে। কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে সে দেশের সরকার ভারতের দিকে আঙুল তোলায় পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী শক্তি ফের মাথা তুলতে পারে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা। খালিস্তানের সমর্থকেরা ফের সক্রিয় হতে পারে। একাধিক রাজ্যে ইতিপূর্বে খালিস্তানিদের বিরুদ্ধে মামলা হয়েছে। কানাডায় আশ্রয় নেওয়া খালিস্তানিরা পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামিক জঙ্গি সংগঠনগুলির সহায়তা পাচ্ছে বলে খবর।

Latest article