সংবাদদাতা, জলপাইগুড়ি : মঙ্গলবার হলদিবাড়ির মাজার শরিফের আশীর্বাদ নিয়ে দিনের প্রচার শুরু করেন নির্মল চন্দ্র রায়। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এদিন মাজার শরিফের পাশেই প্রথমে একটি ছোট সভা করে জনগর্জনের সুচনা করেন। দলের নেতা-কর্মীদের পাশাপাশি তাঁর সঙ্গে দিনভর প্রচারে সঙ্গ দিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী।
আরও পড়ুন-মাথায় ব্যান্ডেজ নিয়েই নবান্নে মুখ্যমন্ত্রী, কাজ সারলেন দিনভর
সেখান থেকে তিনি চলে আসেন দেওয়াগঞ্জ বাজারে। সেখানে একলার সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং এখানে সাধারণ মানুষের সাথে কথা বলে জমিদার বিসর্জনের ডাক দেন। প্রায় এক ঘণ্টা সেখানে থেকে সাধারণ মানুষের সামনে দলের কথা তুলে ধরেন নির্মলবাবু। এর পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি সকলের সামনে তুলে ধরেন। কীভাবে সাধারণ মানুষ ওই প্রকল্পগুলি থেকে সরাসরি উপকৃত হচ্ছেন সেটাও তুলে ধরেন। এরপর বেলা দেড়টা নাগাদ চলে আসেন ইন্দো-বাংলা সীমান্ত কুচলিবাড়িতে।