আত্মসমর্পণ করে নিশীথের বিভেদ রাজনীতি

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : চুরির মামলায় আত্মসমর্পণ করতে এসেও বিভেদের রাজনীতি কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik)। সোনার দোকানে চুরির মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশমতো মঙ্গলবার আলিপুরদুয়ার আদালতে হাজিরা দেন। সেখানে উপস্থিত সাংবাদিকরা মন্ত্রীকে সোনার দোকানে চুরির মামলা সংক্রান্ত প্রশ্ন করলে, তিনি তা এড়িয়ে যান। মন্ত্রী (Nisith Pramanik) চুরির মামলার প্রসঙ্গ এড়িয়ে মামলাটিকে রাজনৈতিক রং লাগিয়ে দেবার চেষ্টা করেন এবং সেই রং লাগানোর চেষ্টা করতে গিয়ে উত্তরের মানুষের মধ্যে একটি সাম্প্রদায়িক বিভেদ তৈরি করেন। তিনি রাজবংশী ও মতুয়াদের এই সমাজের মুলস্রোতের থেকে আলাদা করে ফেলেন। ধর্ম-জাতি সম্প্রদায়ের মেরুকরণ যে বিজেপির ভোট রাজনীতির একটি অঙ্গ এই ঘটনাই তা প্রমাণ করে। এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিক বাড়াইক বলেন, নিজের নামে চুরির মামলা নিয়ে মন্ত্রী মুখ খুললেন না, কারণ তাঁর বলার কিছু নেই। তাই মানুষের নজর ঘোরাতে সাম্প্রদায়িক বিভাজনের কথা বলে মুখ বাঁচাতে চাইছেন।

আরও পড়ুন-১০ কোটি মানুষের দ্বারেই যাবে তৃণমূল

Latest article