প্রতিবেদন : ‘এজেন্সি নয় চাকরি চাই’। এই স্লোগান তুলে ইডি ও সিবিআইকে তৃণমূল সরকারের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে। এই হেনস্তার প্রতিবাদে এবং সিপিএমের ৩৪ বছরের অত্যাচার ও অনুন্নয়নের বিরুদ্ধে মঙ্গলবার সবং ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ঐতিহাসিক জনসমাবেশ হয়।
আরও পড়ুন-ফের বাতিল লোকাল ট্রেন, দুর্ভোগের মুখে নিত্যযাত্রীরা
সভায় উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি ও ইলেক্ট্রনিক মন্ত্রী বাবুল সুপ্রিয়, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, তমলুক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন মহাপাত্র, জলসম্পদ ও পরিবেশ মন্ত্রী ডাঃ মানস ভুঁইয়া, পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। এছাড়াও ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান অমল পান্ডা। সভা থেকে মন্ত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজের টাকা, বাড়ি তৈরির টাকা, রাস্তা তৈরির টাকা না দেওয়ার জন্য তীব্র ভাষায় আক্রমণ করেন কেন্দ্রকে। সিপিএমের কঙ্কাল-কাণ্ডের কথা মানুষের সামনে তুলে ধরেন। কেলেঘাই ও কপালেশ্বরী নদীর সংস্কারের কান্ডারি ডাঃ মানস ভুঁইয়া।
আরও পড়ুন-আমলা গড়ার প্রশিক্ষণ দিতে তিনটি মউ স্বাক্ষর
বাবুল সুপ্রিয় বলেন যে বিজেপি বাঙালির পার্টি নয়, বাঙালির প্রতি বঞ্চনা করার পার্টি। তিনি আরও বলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে ভালবেসে আপন করে নিয়েছেন তাই বিজেপি এই বাংলায় কোনওদিনই ক্ষমতায় আসতে পারবে না। সৌমেনবাবু এবং পার্থবাবু তুলে ধরেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং সিপিএম নেতা কঙ্কাল-কাণ্ডের নায়ক সুশান্ত ঘোষের অপকীর্তিকে।