প্রতিবেদন : সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় স্পষ্ট রায় দিল দেশের শীর্ষ আদালত। হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের প্রেক্ষিতে আদানি গোষ্ঠীকে নিয়ে সংবাদমাধ্যম কোনও খবর করতে পারবে না। এমনই আর্জি জানিয়ে সর্বোচ্চ আদালতে দায়ের হয়েছিল একটি মামলা। শুক্রবার সুপ্রিম কোর্ট সেই মামলাটি খারিজ করে দিল।
আরও পড়ুন-একমাসে আদানিদের মূলধন কমেছে ১২ লক্ষ কোটি টাকা
মামলা খারিজ করতে গিয়ে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্পষ্ট বলেছেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘন হতে পারে কখনওই এমন কোনও রায় দেওয়া যায় না। আইনজীবী এম এল শর্মা এই মামলাটি দায়ের করেছিলেন। শর্মা তাঁর আবেদনে বলেন, হিন্ডেনবার্গ-আদানি মামলাটি এখনও শীর্ষ আদালতের বিচারাধীন। মামলার শুনানি চলছে। তাই যতদিন না এই মামলার চূড়ান্ত রায় প্রকাশ হচ্ছে ততদিন কোনও সংবাদমাধ্যম যেন আদানি সংক্রান্ত কোনও খবর প্রকাশ না করে। কারণ এর ফলে অযথাই উত্তেজনা ছড়াচ্ছে। মানুষের মনে আতঙ্ক তৈরি হচ্ছে। শর্মার ওই বক্তব্যের প্রেক্ষিতে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের এজলাসে মামলার শুনানি শুরু হয়। শুনানিতে প্রধান বিচারপতি স্পষ্ট বলেন, সংবাদমাধ্যমের কাজে বাধা দেওয়ার জন্য কোনও অভিযোগ কখনওই দায়ের করা যায় না। সুপ্রিম কোর্ট কখনওই সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না। এরপরই প্রধান বিচারপতি শর্মার আবেদনটি খারিজ করে দেন।