গদ্দারের নামে কোনও সন্তান নয়, সাফ কথা সায়ন্তিকার

রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মায়ের স্নেহে লালিতপালিত হয়ে একজন দল ছেড়ে গদ্দারি শুরু করেছে।

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : বুধবার রবীন্দ্রভবনে বাঁকুড়া পুর তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী উপলক্ষে ২৪টি ওয়ার্ডের প্রবীণ কর্মীদের সম্মান জানাতে হাজির ছিলেন দলের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী, পুরপ্রধান অলকা সেন মজুমদার-সহ পুরপিতা ও শাখা সংগঠনেরগুলির সভাপতিরা।

আরও পড়ুন-আইসিসি-তে কাউকেই পাঠাল না বিসিসিআই

সভায় বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র বলেন, পুর নির্বাচনে ১৪৯টি বুথের ১১৩টিতে আমরা জিতেছিলাম। ২৬ বুথে জিততে পারিনি। যদিও ২০২১ বিধানসভা ভোটে আমরা ভাল ফল করি। কিন্তু পুর নির্বাচনের ওই হার সামান্য হলেও, ২২ ক্যারেট সোনায় খাদ থাকার মতো, ২০২৪ লোকসভা নির্বাচনে খাদ দূর করে ২৪ ক্যারেটের খাঁটি সোনা হয়ে উঠতে হবে। পুর নির্বাচনে ৮৫ হাজারের মধ্যে ৪৯ হাজার ভোট আমরা পেয়েছিলাম। তা ৬১ শতাংশের কাছাকাছি হলেও আত্মসন্তুষ্টিতে ভুগলে চলবে না। অরূপ চক্রবর্তী বলেন, প্রবীণরা দীর্ঘদিন সিপিএমের সঙ্গে লড়াই করেছেন, তাঁদের সম্মান জানানো হল। তাঁদের থেকে নতুনদের শিক্ষা নিয়ে চরিত্র গঠন করতে হবে।

আরও পড়ুন-পিসিবিকে পাল্টা জবাব ভারতের

রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মায়ের স্নেহে লালিতপালিত হয়ে একজন দল ছেড়ে গদ্দারি শুরু করেছে। মুসলমান পরিবারে পুত্রসন্তান হলে যেমন তার নাম মিরজাফর রাখা হয় না, তেমনই ভবিষ্যতে হিন্দু পরিবারে পুত্রসন্তান হলে গদ্দারের কথা ভেবে কেউ শুভেন্দু নাম রাখবেন না।

Latest article