মুম্বই, ৩০ মার্চ : ক্রিকেটার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন কে এল রাহুল। কিন্তু বাড়িতে মা এখনও তাঁর পিছনে পড়ে আছেন একটি বিষয় নিয়ে। ছেলের ডিগ্রি করা হয়নি এখনও। রাহুল বলেছেন, তাঁর মা তাই সুযোগ পেলেই এটা নিয়ে খোঁচা দেন তাঁকে!
ভারতীয় দলের প্রতিষ্ঠিত তারকা রাহুল ইতিমধেই দক্ষিণ আপ্রিকায় জাতীয় দলের নেতৃত্ব দিয়ে ফেলেছেন। এবার তিনি নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। গুজরাট টাইটানসের বিরুদ্ধে প্রথম ম্যাচে অবশ্য তিনি প্রথম বলেই আউট হয়ে গিয়েছেন।
আরও পড়ুন-মেয়েদের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া
গৌরব কাপুরের ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস’ অনুষ্ঠানে এসে রাহুল বলেছেন, ‘‘আমার ডিগ্রি নেই বলে মা একেবারে পিছনে পড়ে আছেন। এমনকি লকডাউনের সময়ও মা আমাকে বলেছেন, কেন আমি ডিগ্রিটা সেরে ফেলছি না। কেন আমি লিখিত পরীক্ষায় বসছি না“।
রাহুল আরও জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্কে চাকরি পাওয়ার পর অবশ্য বাড়ির ছবিটা বদলে গিয়েছিল। সেন্ট্রাল গভর্ণমেন্টের চাকরি, তাই সবাই খুশি হয়েছিলেন। ‘‘চার বছর ভারতীয় দলে খেলার পরেও যা হয়নি সেটাই হয়েছে চাকরি পাওয়ার পর। সবাই ধরে নিয়েছিল যে এবার আমি জীবনে থিতু হতে পেরেছি“। বলেছেন রাহুল।
আরও পড়ুন-লেজার রশ্মিতে ঘয়েল সালাহরা
লখনউ অধিনায়ক এরপর আরও বলেছেন, ‘’আমি মাকে বলেছি, ভারতীয় দলের হয়ে খেলছি। ভাল করছি। এরপরও তিরিশটা পেপার লিখে ডিগ্রি পাওয়ার কথা বলবে? মা বলেছিল, হ্যা, কেন নয়“? নিজের নাম রাহুল হওয়ার পিছনে তিনি এতদিন ভেবে এসেছিলেন শাহরুখ খানের জনপ্রিয় ছবির চরিত্র অনুযায়ী বুঝি এই নামকরণ। এখন সেই ভুল ভেঙেছে। তিনি দেখেছেন, ছবিটা হয়েছিল ৯৪-এ। আর তিনি জন্মেছেন ৯২-এ।