অভিশপ্ত মাঠে ফিরেই গোল পেলেন এরিকসেন

২৯০ দিন আগে যে মাঠে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, কোপেনহেগেনের সেই পার্কেন স্টেডিয়ামে ফিরেই গোল পেলেন ক্রিস্টিয়ান এরিকসেন।

Must read

কোপেনহেগেন, ৩০ মার্চ : ২৯০ দিন আগে যে মাঠে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, কোপেনহেগেনের সেই পার্কেন স্টেডিয়ামে ফিরেই গোল পেলেন ক্রিস্টিয়ান এরিকসেন। মঙ্গলবার রাতে সার্বিয়ার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচটা ডেনমার্ক জিতেছে ৩-০ গোলে।

আরও পড়ুন-ডিগ্রি নেই, মা এখনও পিছনে পড়ে রাহুলের

এদিন বিশেষ সম্মান জানাতে এরিকসেনের হাতেই অধিনায়কের আর্মব্যান্ড তুলে দিয়েছিলেন সতীর্থরা। মাঠে নামার সময় স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা সমবেত হাততালি দিয়ে স্বাগত জানান এরিকসেনকে। ৫৭ মিনিটে তিনি যে গোলটি করেছেন, তা এক কথায় চোখধাঁধানো। ডেনমার্কের হয়ে বাকি দু’টি গোল করেন জেসপার লিন্ডস্টর্ম ও জোয়াকিম মায়েলে। ম্যাচের পর অভিভূত এরিকসেনের প্রতিক্রিয়া, ‘‘এই রাত আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। পার্কেন স্টেডিয়ামে ফিরেই গোল পেলাম। পাশাপাশি দর্শকরা যেভাবে আমাকে অভ্যর্থনা জানালেন, তা আজীবন মনে থাকবে।’’

আরও পড়ুন-মেয়েদের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া

এদিকে, অন্য একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ফ্রান্স ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। চোট সারিয়ে মাঠে ফিরেই জোড়া গোল কিলিয়ান এমবাপের। এদিকে ইংল্যান্ড ৩-০ গোলে হারিয়েছে আইভরি কোস্টকে।

Latest article