সংবাদদাতা, মালদহ : বাংলা ভাঙার ষড়যন্ত্র না করে নদীভাঙন নিয়ে ভাবুক কেন্দ্র। বুধবার দুপুরে পুরাতন মালদহের পঞ্চায়েতী সভা থেকে এভাবেই কেন্দ্রের প্রতি ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসায় আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় দলকে দিয়ে তদারকি করছে কেন্দ্র সরকার। মালদহে পঞ্চায়েতী সভায় যোগ দিয়ে কেন্দ্রে বিজেপি পরিচালিত সরকারের বিরুদ্ধে এমনভাবেই তোপ দাগলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
আরও পড়ুন-হেলিপ্যাড থেকে নেমে হাসিমারার গুরুদুয়ারে প্রার্থনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক, খেলেন প্রসাদ
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে বিরোধীশূন্য করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী কর্মসূচিগুলোকে নিয়ে একদিকে যেমন শুরু হয়েছে দিদির রক্ষাকবচ প্রকল্প অন্যদিকে গ্রাম পঞ্চায়েত স্তরে তৃণমূল সভা ও জমায়েত করছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রস্তুত মালদহ জেলা তৃণমূল কংগ্রেস— এমনটাই দাবি করেন তিনি। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সি, জেলা মহিলা তৃণমূল সভানেত্রী মৃণালিনী মাইতি প্রমুখ।