অনুমতি নেই কমিশনের

তৃণমূল সাংসদ দীপক অধিকারী সহ একাধিক সাংসদের লিখিত প্রশ্নের উত্তরে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার।

Must read

নয়াদিল্লি : বিদেশে মেডিক্যাল পড়ুয়াদের ভারতের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনার ব্যবস্থা করার কোনও নির্দেশ বা অনুমতি দেয়নি ন্যাশনাল মেডিক্যাল কমিশন। তৃণমূল সাংসদ দীপক অধিকারী সহ একাধিক সাংসদের লিখিত প্রশ্নের উত্তরে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার।

আরও পড়ুন-এজেন্সির চাপে নেতার ক্ষতি হলে ছেড়ে কথা বলবে না তৃণমূল: চন্দ্রিমা ভট্টাচার্য

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রতিমন্ত্রী জানিয়েছেন, ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট ১৯৫৬ এবং ন্যাশনাল মেডিক্যাল কমিশন অ্যক্ট ২০১৯ অনুযায়ী, বিদেশ থেকে পড়াশোনার মাঝপথে দেশে ফিরে আসা পড়ুয়াদের এ দেশেই কোর্স শেষ করার কোনও ব্যবস্থা নেই। আরেকটি প্রশ্নে ভারতী প্রবীণ পাওয়ার জানিয়েছেন, বিদেশে কত পড়ুয়া মেডিক্যাল পড়তে গিয়েছেন, সে সম্পর্কে কেন্দ্রের কাছে কোনও তথ্য নেই। বিদেশে মেডিক্যাল পাশ করা পড়ুয়াদের ভারতে রেজিস্ট্রেশনের আবেদন করতে হলে আগে ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট পরীক্ষায় পাশ করতে হয়। তবেই এদেশে প্র্যাকটিস করা যায়। গত ১০ বছরে ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট পরীক্ষায় পাশ করা পড়ুয়ার পরিসংখ্যানও দিয়েছেন মন্ত্রী।

Latest article