বিএস ৪ গাড়ির পারমিট নয়

চলতি মাসেই আদালতের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে। তার আগেই বিএস ৪-এর আগের সময়ের গাড়ি বাতিল করতে পদক্ষেপ করল রাজ্য

Must read

প্রতিবেদন : দূষণ নিয়ন্ত্রণে রাজ্য সরকার যানবাহন থেকে ছড়িয়ে পড়া দূষণ আটকাতে আরও তৎপর হচ্ছে। এবার থেকে বিএস ৪ মাপকাঠির নিচের কোনও গাড়িকে নতুন পারমিট দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএস ৪ মাপকাঠির নিচের কোনও গাড়ির সঙ্গে পুরনো গাড়ি বদল করারও অনুমতি দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন-একাধিক দফতরের সমন্বয়ে উন্নয়ন উত্তরের সব জেলায়, মুখ্যমন্ত্রীর নির্দেশ

এই মর্মে রাজ্য পরিবহণ কর্তৃপক্ষ সম্প্রতি এক নির্দেশিকা জারি করেছে। পরিবহণ কর্তৃপক্ষের সাম্প্রতিক বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই নির্দেশিকায় উল্লেখ রয়েছে। আগেই জাতীয় পরিবেশ আদালত পনেরো বছরের পুরনো ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ি ৬ মাসের মধ্যে বাতিলের নির্দেশ দিয়েছে। কলকাতা, হাওড়া সহ গোটা রাজ্যের ক্ষেত্রে নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণে গণপরিবহণের ক্ষেত্রে বিএস ৪ -এর নিচের গাড়ি বাতিলের নির্দেশও দেওয়া হয়েছে। গ্রিন ট্রাইবুনালের নির্দেশ, আগামিদিনে শুধুমাত্র বিএস ৪ আর বিএস ৬ গাড়ি কলকাতা ও হাওড়ায় চলবে। চলতি মাসেই আদালতের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে। তার আগেই বিএস ৪-এর আগের সময়ের গাড়ি বাতিল করতে পদক্ষেপ করল রাজ্য

Latest article