ত্রিপাক্ষিক জোটে ঠাঁই পাচ্ছে না ভারত ও জাপান

Must read

সম্প্রতি আমেরিকা, অস্ট্রেলিয়া ও ব্রিটেন নিরাপত্তাজনিত ক্ষেত্রে এক ত্রিপাক্ষিক জোট গঠন করেছে। এই ত্রিপাক্ষিক জোটে ভারত এবং জাপানকে ঠাঁই দেওয়া হবে না বলে জানিয়ে দিল আমেরিকা। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের আগ্রাসন বাড়তে থাকায় যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে তার মোকাবিলা করার জন্যই তিন দেশ এই নতুন জোট গঠন করেছে। চলতি মাসের ১৫ তারিখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এক যৌথ ঘোষণায় এই ত্রিপাক্ষিক জোট গঠনের কথা জানান। এই জোট গঠনের পরই অস্ট্রেলিয়া এই প্রথম পরমাণু শক্তিচালিত সাবমেরিন পেতে চলেছে। তিন দেশের এই নতুন জোটের নাম দেওয়া হয়েছে ‘আকুস’। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পাস্কির কাছে জানতে চাওয়া হয়, তাঁদের এই ত্রিপাক্ষিক জোটে ভারত ও জাপানকে কি অন্তর্ভুক্ত করা হবে? ওই প্রশ্নের উত্তরে পাস্কি বলেন, আপাতত তেমন কোনও সম্ভাবনা নেই। তবে ভবিষ্যতের জন্য সব রাস্তা খোলা থাকছে। এই মুহূর্তে ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও আমেরিকাকে নিয়ে গঠিত চতুর্দেশীয় অক্ষ কোয়াডের সম্মেলন চলছে ওয়াশিংটনে। চার দেশের রাষ্ট্রপ্রধানই এবার সশরীরে ওই বৈঠকে যোগ দিয়েছেন। সেই বৈঠক চলাকালীন পাস্কির এই মন্তব্যকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

আরও পড়ুন: পিএম কেয়ার্স কেন্দ্রের তহবিল নয়! ঘোষণায় চাঞ্চল্য

Latest article