প্রতিবেদন : রবিবারের ডুরান্ড ফাইনালে ডার্বির (Kolkata derby) টিকিটের চাহিদা আকাশছোঁয়া। দুই প্রধানের সমর্থকেরা সারারাত কাউন্টারে লাইন দিয়েও টিকিট পাননি। শুক্রবার মাত্র একদিনেই নাকি টিকিট শেষ। শনিবার সকালে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সমর্থকেরা একজোট হয়ে ইডেন গার্ডেন্সের সামনে পথ অবরোধ করেন। বিকেলে ইস্টবেঙ্গল ক্লাবে বিক্ষোভ দেখান লাল-হলুদ সমর্থকেরা (Kolkata derby)। দুই প্রধানের কর্তাদের একটাই প্রশ্ন, টিকিট গেল কোথায়? অথচ ডুরান্ড কর্তৃপক্ষের দাবি, দুই প্রধানকেই পর্যাপ্ত টিকিট দেওয়া হয়েছে। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বললেন, ‘‘আমাদের দেওয়া হয়েছে মাত্র ৫ হাজার টিকিট। তা থেকে আড়াই হাজার কোম্পানিকে এবং বাকি আড়াই হাজার টিকিট সদস্যদের দিয়েছি।’’ ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলেছেন, ‘‘আমরা টিকিট নিয়ে আর কিছু বলতে চাই না। যদি হাতে টিকিট পাই, তবে মাঠে যাব।’’
আরও পড়ুন-রেফারিং নিয়ে ভিন্ন মেরুতে দুই কোচ