পরীক্ষা হলেই ছাত্রের মৃত্যু

Must read

সংবাদদাতা, হুগলি : পরীক্ষা দিতে এসে পরীক্ষাকেন্দ্রেই অসুস্থ হয়ে মৃত্যু হল এক ছাত্রের (Student Death)। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া কলেজে। রিষড়া ছাই রোড এলাকার বাসিন্দা রাহুল ঠাকুর(১৯)। রিষড়া বিধান কলেজের দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র রাহুল। এদিন তাঁর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার সিট পড়েছিল উত্তরপাড়া প্যারিমোহন কলেজে। রিষড়া থেকে সকালে উত্তরপাড়া কলেজে পরীক্ষা দিতে আসেন রাহুল ঠাকুর। পরীক্ষা চলার সময়েই আচমকা অসুস্থ বোধ করায় দ্রুত তাঁকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান উত্তরপাড়া কলেজের অধ্যক্ষ সুদীপ চক্রবর্তী। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালে নিয়ে গেলে ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অধ্যক্ষ জানান, চিকিৎসকদের প্রশ্নের জবাবে ওই ছাত্রটি জানিয়েছিলেন, তাঁর বাইপাস সার্জারি হয়েছে। সকালে খিচুড়ি খেয়ে পরীক্ষা দিতে এসেছেন। কিন্তু হঠাৎ কী কারণে মৃত্যু হল সেটা এখনও বোঝা যাচ্ছে না। ছাত্রের পরিবারকে খবর দেওয়া হয়েছে। অধ্যক্ষের কথায়, এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা। পরীক্ষা দিতে এসে এভাবে একটা ছোট ছেলের মৃত্যু (Student Death) হল, এটা যেন মানা যাচ্ছে না। মৃত ছাত্রের দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ। ছাত্রমৃত্যুর ঘটনায় মৃত ছাত্রের পরিবার ও সহপাঠীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন- ‘উন্নয়ন সবার বাড়িতে পৌঁছেছে’, ধূপগুড়ির মঞ্চ থেকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Latest article