বিরোধী নেতার বিরুদ্ধে জামিন-অযোগ্য মামলা

সেই অভিযোগের ভিত্তিতে জামিন-অযোগ্য ধারায় (আইপিসির ৩৪১, ৩৪, ৫০৬, ৫০৯ ধারা) এফআইআর করে তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ।

Must read

সংবাদদাতা, কাঁথি : কাঁথিতে ভোটের প্রচারে বেরিয়ে ভোটারদের হুমকি ও ভীতি প্রদর্শনের অভিযোগ উঠল রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে তিনজন ভোটার আলাদা আলাদা ভাবে ১৭ ফেব্রুয়ারি কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে জামিন-অযোগ্য ধারায় (আইপিসির ৩৪১, ৩৪, ৫০৬, ৫০৯ ধারা) এফআইআর করে তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ।

আরও পড়ুন:এলআইসি : দাবিদারহীন কয়েক কোটির তহবিল!

শুধু বিরোধী দলনেতা নয়, তাঁর সঙ্গে থাকা সিআরপিএফের রক্ষীদের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছেন সেই তিন ভোটার। পুলিশ সূত্রে প্রকাশ, এই তিন অভিযোগকারী হলেন ১০ নম্বর ওয়ার্ডের আঠিলাগড়ির বাসিন্দা কানাই প্রধান, ৫ নম্বর ওয়ার্ডের গুরুনানক সরণির কাছের বাসিন্দা জারিনা খাতুন এবং ৬ নম্বর ওয়ার্ডের মনোহরচকের বাসিন্দা অভয়া মাইতি। কানাইবাবুর অভিযোগ, “গত ১৫ ফেব্রুয়ারি আমাদের ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে এসেছিলেন বিরোধী দলনেতা। আমরা পদ্ম শিবিরের সমর্থক নই, এমনটা জেনে আমাদের হুমকি দেন। বিজেপি জিতলে আমাদের দেখে নেবেন বলে শাসান। তাঁর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর রক্ষীরাও হুমকি দেন। তাই কাঁথি থানায় অভিযোগ জানিয়েছি।” কাঁথি থানার পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো পেয়েছি। ইতিমধ্যে সেই সব ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু হয়েছে। গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Latest article