বিজিপ্রেসে কর্মরত ২২৩ জনের কারো চাকরি যাবে না, নিয়োগ হবে অন্যত্র

তারাতলা সংলগ্ন বিজি প্রেসে কর্মরত একজন কর্মীরও চাকরি যাবে না। আশ্বস্থ করলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Must read

কলকাতার দক্ষিণে তারাতলা সংলগ্ন বিজি প্রেসে কর্মরত একজন কর্মীরও চাকরি যাবে না। আশ্বস্থ করলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার বিজিপ্রেসের ইউনিয়ন এর সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। সেখানেই এই মূহুর্তে বিজিপ্রেসে কর্মরত ২২৩ জন টেকনিক্যাল ও নন টেকনিক্যাল কর্মীর ভবিষ্যৎ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। সিদ্ধান্ত হয় বিজিপ্রেসের ২২৩ জন কর্মীর কারো চাকরি যাবে না। যোগ্যতা অনুযায়ী তাদের অন্যত্র বদলি ও নিয়োগ করা হবে।

আরও পড়ুন-হোলিকা দহন উপলক্ষে ১৭ মার্চ রাত্রিকালীন বিধিনিষেধে ছাড়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী বিজিপ্রেস সহ তৎসংলগ্ন অংশে ক্লিন ও গ্রিণ স্মার্ট সিটি তৈরি করবে রাজ্যসরকার৷ দীর্ঘদিন ধরেই ধুঁকতে থাকা বিজিপ্রেস অধীগ্রহণ করেছে সরকার। বিজিপ্রেস নিয়ে আলাদা পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

আরও পড়ুন-‘রং দেখে বিচার করা হয় না, যেকোন মৃত্যুই দুঃখের’ স্পষ্ট জানালেন পার্থ চট্টোপাধ্যায়

বিজিপ্রেস আপাতত ওখান থেকে গুটিয়ে নেওয়ায় ২২৩ জন কর্মীর চাকরির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দেয়। উদ্বিগ্ন হয়ে পড়েন কর্মীরা৷ মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিধানসভায় বৈঠকের পর সকলে আশ্বস্ত হন। মন্ত্রী বলেন, বিজিপ্রেসের ইউনিয়নের সদস্যরা এসেছিলেন। তাদের জানিয়েছি, যাই হোক না কেন ২২৩ জন কর্মীর চিন্তার কোনো কারণ নেই। তারা তাদের যোগ্যতা অনুযায়ী অন্যত্র কাজ করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মূল মন্ত্রই হল সবার হাতে কাজ সবার পেটে ভাত।

Latest article