প্রতিবেদন : রুশ ও ইউক্রেনের লড়াইয়ের মধ্যেই বিবাদ বাধল দুই কোরিয়ার (North and South Korea)। দুই দেশই মেতে উঠল ক্ষেপণাস্ত্র (Missile) পরীক্ষায়। বুধবার কিম জং উনের (Kim Jong-un) উত্তর কোরিয়া এক সঙ্গে ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তার মধ্যে একটি ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে দক্ষিণ কোরিয়ার জল সীমানায়। বিষয়টি জানতে পেরে ক্ষোভে ফুঁসে ওঠে দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ংকে পাল্টা জবাব দিতে তারাও একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে শুরু করে। উত্তর কোরিয়া (North Korea) ১০টি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার জবাবে দক্ষিণ কোরিয়া তিনটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। তবে সিওলের দাবি, তাদের তিনটি ক্ষেপণাস্ত্রের শক্তি পিয়ংইয়ংয়ের ১০ ক্ষেপণাস্ত্রের সমান। বুধবার সিওলের পক্ষ থেকে জানানো হয়, কিমের দেশ কোনও রকম প্ররোচনা ছাড়াই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। তাদের নিশানায় ছিল সে দেশের জলসীমা অতিক্রম করা। সে কারণেই পিয়ংইয়ংয়ের একটি ক্ষেপণাস্ত্র সে দেশের জলসীমা অতিক্রম করে সিওলের জলসীমায় আছড়ে পড়ে। দক্ষিণ কোরীয় সেনা বলেছে, বিনা প্ররোচনায় উত্তর কোরিয়ার (North and South Korea) এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং একটি স্বাধীনও সার্বভৌম দেশের জলসীমায় পতন কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তাই, বাধ্য হয়েই তাঁদের পাল্টা জবাব দিতে হল। তবে দক্ষিণ কোরিয়ার (South Korea) ওই বক্তব্যের পাল্টা জবাব দিতে দেরি করেনি কিমের দেশ। উত্তর কোরিয়া জানিয়েছে, সিওল যদি সে দেশের বিরুদ্ধে সেনা আগ্রাসন চালায়, তারাও চুপ থাকবে না।