রাজ্যের কাজে হস্তক্ষেপ নয়, সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র

Must read

প্রতিবেদন : রাজ্য সরকারের কাজে সুপ্রিম কোর্ট (Supreme Court) হস্তক্ষেপ করবে না। দেশের শীর্ষ আদালতের এই মন্তব্যে স্বস্তিতে বিহার সরকার। পাশাপাশি রাজ্যের সিদ্ধান্তে বাগড়া দিতে গিয়ে মুখ পুড়ল কেন্দ্রের।
জাতিগত জনগণনা নিয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) এই বক্তব্য জানিয়েছে। পাশাপাশি বিহার সরকারকে নোটিশ দিয়ে বলা হয়েছে, আগামী বছরের গোড়ায় বিহারের জাতিগত জনগণনা নিয়ে পরবর্তী শুনানি হবে। বিহারে জাতিগত জনগণনাকে ভাল চোখে দেখেনি কেন্দ্রের বিজেপি সরকার। একে দেশভাগের চেষ্টা বলে অভিহিত করেন স্বয়ং প্রধানমন্ত্রী। বিহারের জাতিগত জনগণনার রিপোর্ট প্রকাশে অনুমতি দিয়েছিল পাটনা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। শুক্রবার সেই মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালত জানিয়ে দেয়, রাজ্য সরকারের কোনও কাজে সুপ্রিম কোর্ট এভাবে হস্তক্ষেপ করবে না। তাই জাতিগত জনগণনার রিপোর্ট প্রকাশে কোনও স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। তবে আগামী চার সপ্তাহের মধ্যে এই গণনা সংক্রান্ত তথ্যের রিপোর্ট জমা দিতে হবে বিহার সরকারকে। লোকসভা নির্বাচনের আগে এই জাতিগত জনগণনা ইস্যুতে হাতিয়ার করে ভোটের ফায়দা তুলতে চেয়েছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু
সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর স্বস্তিতে নীতীশ কুমার সরকার।

আরও পড়ুন- লোকসভার আগে সেমিফাইনাল, নভেম্বরেই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন!

Latest article