করাচি, ৬ জুলাই : ২০১৬ সালের পর আবার ভারত নিজেদের দেশে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে বিশ্বকাপের মঞ্চে। আগামী ১৫ অক্টোবরে আমেদাবাদে বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামে দুই দল পরস্পরের মুখোমুখি হবে। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে শেষবার পাকিস্তান ভারতে এসে খেলে। সেবার নিরাপত্তার কারণে ভারত-পাকিস্তান ম্যাচ ধরমশালা থেকে কলকাতায় সরে গিয়েছিল। এবার পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হলে সেই ম্যাচ মুম্বইয়ের বদলে হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।
আরও পড়ুন-ব্র্যাডম্যানের পর স্মিথ : পন্টিং
পাকিস্তান এখনই বিশ্বকাপ নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে। করাচিতে সাংবাদিক সম্মেলনে অধিনায়ক বাবর আজম বলেছেন, ‘‘আমরা বিশ্বকাপে শুধু ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলা আর জেতা নিয়ে ভাবছি না। যদি আমাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে প্রতিটি ম্যাচেই ভাল খেলতে হবে। সেই লক্ষ্যেই আমরা ভারতে যাব। শুধু ভারতের মাটিতে ভারতকে হারানোর লক্ষ্য নিয়ে যাব না।’’
আরও পড়ুন-ডোমজুড়ে জোড়াফুলের প্রার্থী ফুলের কারবারি শৌভিক
দলের প্রধান পেসার শাহিন আফ্রিদিও অধিনায়কের সঙ্গে একমত। জানিয়েছেন, শুধু ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে আমাদের চিন্তাভাবনা বা মনঃসংযোগ করা উচিত নয়। বরং গোটা টুর্নামেন্ট নিয়ে আমাদের ভাবা উচিত। বাঁ-হাতি পাক পেসারের কথায়, ‘‘কীভাবে আমরা বিশ্বকাপ জিততে পারি, তা নিয়ে আমাদের ভাবনাচিন্তা করা উচিত। দল হিসেবে আমাদের সেটাই লক্ষ্য থাকবে। ভারতের বিরুদ্ধে ম্যাচটা শুধু একমাত্র ম্যাচ। আমাদের শুধু ওই ম্যাচ নিয়ে চিন্তাভাবনা করা বন্ধ করা উচিত।’’