প্যারিস, ১০ জুন : আর মাত্র একটা ধাপ। রবিবাসরীয় ফ্রেঞ্চ ওপেন ফাইনাল জিতলেই, রাফায়েল নাদালকে টপকে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতে নতুন রেকর্ড গড়বেন নোভাক জকোভিচ (Novak Djokovic)।
ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়ানো জকোভিচের মন খারাপ সেমিফাইনালের প্রতিপক্ষ কার্লোস আলকারেজের জন্য। চার সেটের লড়াইয়ে আলকারেজকে ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১ ব্যবধানে উড়িয়ে ফাইনালে উঠেছেন জকো। প্রথম দু’টি সেটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও, তৃতীয় সেটের তৃতীয় গেমে ডান পায়ের পেশিতে চোট পান আলকারেজ। আর প্রতিদ্বন্দ্বীর এই চোট কাজটা সহজ করে দিয়েছিল জকোভিচের। সার্ব টেনিস তারকার বক্তব্য, ‘‘কার্লোসের জন্য খারাপ লাগছে। ফ্রেঞ্চ ওপেনের এই যন্ত্রণা থেকে আশা করি ও শিক্ষা নেবে।’’
জকোভিচ (Novak Djokovic) আরও বলেন, ‘‘কার্লোস চোট না পেলে, ম্যাচটা জেতা আরও কঠিন হত। দর্শকদের জন্যও খারাপ লাগছে, একটা উপভোগ্য ম্যাচের এমন নিষ্পত্তি ওঁরাও নিশ্চয় চাননি। ম্যাচের পর কার্লোসকে বলেছি, হতাশ হয়ো না। তোমার সামনে লম্বা কেরিয়ার পড়ে রয়েছে। পুরোপুরি ফিট হয়ে দ্রুত কোর্টে ফিরে এসো। আমি নিশ্চিত, ও একাধিকবার এই ট্রফিটা মুঠোয় নেবে।’’
ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ ক্যাসপার রুড। নরওয়ের টেনিস তারকা এই নিয়ে টানা দ্বিতীয় বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে রুড প্রতিদ্বন্দ্বী আলেকজান্ডার জেরেভকে ৬-৩, ৬-৪, ৬-০ সেটে উড়িয়ে দেন। গতবার ফাইনালে উঠেও নাদালের কাছে হেরে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার তাঁর সামনে টেনিসের আরও এক মহাতারকা।
আলকারেজের জন্য মন খারাপ জকোর
ফাইনালে রুড