পিতৃত্বকালীন ছুটি

Must read

সিঙ্গল ফাদারদের জন্য সুখবর। রাজ্য সরকারের যে সমস্ত পুরুষ কর্মী একাই সন্তান পালন করেন তাঁরা এবার ১৮০ দিনের পিতৃত্বকালীন (Karnataka- Paternity leave) ছুটি পাবেন। সন্তান জন্মের পর সদ্যোজাতকে বড় করার জন্য মাতৃত্বকালীন ছুটি পান মহিলারা। ঠিক তেমনই পুরুষরাও যাতে পিতৃত্বকালীন ছুটি পেতে পারেন তার জন্যই এই সিদ্ধান্ত। তবে সব পুরুষ নয়, যে সমস্ত পুরুষের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে কিংবা যাঁদের স্ত্রী বেঁচে নেই, তাঁরাই কর্মক্ষেত্রে এই ছুটি পাবেন। এই নতুন নিয়ম চালু করল কর্নাটকের সিদ্দারামাইয়া সরকার। সরকারের তরফে জানানো হয়েছে, সদ্যোজাত সন্তানের দেখভালের জন্য এবার থেকে ১৮০ দিনের পিতৃত্বকালীন ছুটি (Karnataka- Paternity leave) পাবেন সরকারি চাকরিজীবী সিঙ্গল ফাদাররা। স্ত্রী হারা, অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে এমন ব্যক্তিরাই এই সুবিধা পাবেন। পিতৃত্বকালীন ছুটির মধ্যে যদি কেউ নতুন করে বিয়ে করেন তবে তিনি আর ছুটি পাবেন না।

আরও পড়ুন- বাসে বিনা টিকিটের যাত্রীদের পাকড়াও করতে বিশেষ অভিযানে রাজ্য পরিবহন দফতর

Latest article