সহজ জয়ে শুরু জকোর

Must read

মেলবোর্ন: সহজ জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন (Novak Djokovic- Australian Open) অভিযান শুরু করলেন নোভাক জকোভিচ। এক বছর আগে কোভিডের টিকা না নেওয়ার জন্য মরশুমের প্রথম গ্র্যান্ড স্ল্যামে আসরে খেলার অনুমতি পাননি। তবে মঙ্গলবার রাজার মতোই মেলবোর্ন পার্কে ফিরলেন জকোভিচ। স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী রবের্তো কারবালেস বেনাকে ৬-৩, ৬-৪, ৬-০ স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন সার্ব টেনিস তারকা।
জকোভিচের জয়ের দিনে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন অ্যান্ডি মারেও। তবে তাঁর জন্য রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে তিনটি গ্র্যান্ড স্ল্যামজয়ী মারেকে। পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ের পর ইতালির মারিও বেরেত্তিনিকে হারিয়েছেন তিনি। ম্যাচের ফল মারের পক্ষে ৬-৩, ৬-৩, ৪-৬, ৬-৭ (৭/৯), ৭-৬ (১০/৬)।
এদিকে, অস্ট্রেলিয়ান ওপেনের (Novak Djokovic- Australian Open) দ্বিতীয় দিনেই অস্বস্তিতে আয়োজকরা। মঙ্গলবার প্রবল গরমে খেলা চলাকালীন এক বল গার্ল অসুস্থ হয়ে পড়ে। ৪৫ ডিগ্রি তাপমাত্রায় ডমিনিক থিয়েম, গারবিনে মুরুগুজা, অ্যান্ড্রু রুবলেভের মতো খেলোয়াড়রাও ম্যাচ খেলতে গিয়ে সমস্যায় পড়ছিলেন। তাঁরা অভিযোগ করেন, এই পরিস্থিতিতে খেলা সম্ভব নয়। তাই পুরুষ ও মহিলা মিলিয়ে আউটডোর কোর্টের মোট ১৬টি ম্যাচ স্থগিত করে দেওয়া হয়। বিকেলে রোদ পড়ার পর ফের খেলা শুরু হয়। তবে ইন্ডোর কোর্টের খেলাগুলো নির্ধারিত সময়ে হয়েছে।

আরও পড়ুন-মারাদোনা নয়, মেসিই সেরা: স্কালোনি

Latest article