প্যারিস, ১১ জুন : তেইশে ২৩। রাফায়েল নাদালকে টপকে নতুন ইতিহাস লিখলেন নোভাক জকোভিচ (Novak djokovic)। বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে রেকর্ড ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি। ট্রফির বিচারে বিশ্বের সেরা পুরুষ টেনিস খেলোয়াড় এখন জকোভিচ। রবিবার ফরাসি ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে হারিয়ে তৃতীয়বার রোলাঁ গারোজে খেতাব জিতলেন জকোভিচ (Novak djokovic)। স্ট্রেট সেটে নোভাক জিতলেন ৭-৬, ৬-৩, ৭-৫ গেমে।
রবিবার ফরাসি ওপেনের ফাইনাল দেখতে বক্সে হাজির ছিলেন কিলিয়ান এমবাপে, জলাটান ইব্রাহিমোভিচের মতো ফুটবল তারকারা। তাঁরাও দেখলেন নাদালের দুর্গে জোকারের ম্যাজিক। ফাইনাল ম্যাচে প্রথম সেটে জকোভিচের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেন রুড। নরওয়ের তরুণ ভবিষ্যতের তারকা। সমানে সমানে লড়াই করেন প্রথম সেটে। কিন্তু শুরুতে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে বাজিমাত করেন অভিজ্ঞ নোভাক। দ্বিতীয় সেটে অবশ্য রুডকে দাঁড়াতেই দেননি সার্বিয়ান মহাতারকা। লড়াই জমে উঠেছিল তৃতীয় সেটে। ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করেছিলেন রুড। একটা সময় ফল ৫-৫ হয়ে যায়। সেখান থেকে সেট ও ম্যাচ জিতে রোলাঁ গারোজে নতুন ইতিহাস রচনা করেন জকোভিচ।
২০০৮ সালে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন জকোভিচ। রোলাঁ গারোজে নাদালের (১৪ ট্রফি) আধিপত্য থাকায় সেখানে দাগ কাটতে পারেননি জোকার। এই বছর চোট আঘাত ও খারাপ ফর্মের কারণে কিছুটা পিছিয়ে পড়েন নাদাল। এবার তো স্প্যানিশ তারকা চোটের কারণে ফরাসি ওপেনে নামতেই পারেননি। সুযোগটা কাজে লাগিয়ে ২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ী রাফাকে টপকে গেলেন জকো।
আরও পড়ুন-এশিয়ার সেরা ভারতের মেয়েরা