এশিয়ার সেরা ভারতের মেয়েরা

Must read

নয়াদিল্লি, ১১ জুন : মেয়েদের যুব এশিয়া কাপ হকি (Women’s Junior Asia Cup 2023 hockey) চ্যাম্পিয়ন হল ভারত। রবিবার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার এই টুর্নামেন্ট জিতলেন ভারতীয় মেয়েরা। প্রসঙ্গত, গ্রুপ লিগে কোয়িরার সঙ্গে ২-২ ড্র করেছিল ভারত।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে প্রথম কোয়ার্টারে কোনও দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি কর্নার থেকে গোল তুলে নেয় ভারতীয় দল। মুমতাজ খানের নেওয়া জোরালো হিট এক কোরিয়ারন ডিফেন্ডারের স্টিকে লেগে ফিরে আসতেই ফিরতি বল জালে জড়িয়ে দেন অনু। তবে কয়েক মিনিটের মধ্যেই ম্যাচে সমতা ফিরিয়ে এনেছিল কোরিয়া। গোলদাতা পার্ক সিও ইয়ুন। তৃতীয় কোয়ার্টারের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল কোরিয়া। তবে ভারতীয় রক্ষণ জমাট থাকায় কোনও বিপদ ঘটেনি। উল্টে ৪১ মিনিটে প্রতি আক্রমণ থেকে গোল করে ভারতকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন নীলম। ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা করেও সেই গোল শোধ করতে পারেনি কোরিয়া। ৯ গোল করে টুর্নামেন্টের (Women’s Junior Asia Cup 2023 hockey) টপ স্কোরার হয়েছেন ভারতের অনু।

আরও পড়ুন- অঙ্গ হারানো শ্রমিকরা কীভাবে রোজগার করবেন, উঠছে প্রশ্ন

Latest article