প্রতিবেদন: এবার ঘরে বসেই মিলবে গাড়ি-সংক্রান্ত (Car related services) যাবতীয় পরিষেবা। সৌজন্যে পরিবহণ দফতর। গাড়ির মালিকানা হস্তান্তর, হাইপোথিকেশনের সংযোজন, গাড়ির নো-অবজেকশন শংসাপত্র, রেজিস্টেশন-সহ মোট ১৫৩টি পরিষেবা এবার অনলাইনের মাধ্যমেই পাবেন গ্রাহকরা। কীভাবে আবেদন করবেন? এর জন্য লগ ইন করতে হবে http://www.parivahan.gov.in পরিবহণ দফতরের এই ওয়েবসাইটে। এরপর সেখানে গিয়েই তালিকা থেকে বেছে নিতে হবে আপনার প্রয়োজনে। সেটি সিলেক্ট করলেই কীভাবে আবেদন করবেন এবং আরও কী কী করতে হবে যাবতীয় তথ্য মিলবে সেখানেই। এককথায় আরটিও অফিসে না গিয়েই এক ক্লিকেই পেয়ে যাবেন পরিষেবা। এতদিন গাড়ি সংক্রান্ত নানান কাজে দৌড়দৌড়ি করতে হত গ্রাহকদের। লাইসেন্স-সহ ড্রাইভিং সংক্রান্ত নানান বিষয়ে সংশ্লিষ্ট দফতরে যেতে হত। কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সাধারণ মানুষের সুবিধার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, অনেক সময় বাড়িতে কেউ না থাকার কারণে বয়স্ক নাগরিকদেরও গাড়ি সংক্রান্ত (Car related services) বিষয় নিয়ে ছোটাছুটি করতে হয়। এ ছাড়া কোন কাজের জন্য কোথায় যাবেন তা-ও অনেকে বুঝতে পারেন না এবার এইসমস্ত সমাধানেই পরিবহণ দফতরের তরফে এই একগুচ্ছ উদ্যোগ নেওয়া হয়েছে।