এবার মাইক্রোসফটে যোগ দিচ্ছেন অল্টম্যান? সত্য নাদেলার ঘোষণায় চমক

উল্লেখ্য, গত শুক্রবার আচমকাই ওপেনএআইয়ের সিইও পদ থেকে সরানো হয় কৃত্রিম মেধা চ্যাটজিপিটি-র ‘স্রষ্টা’ স্যাম অল্টম্যানকে।

Must read

প্রতিবেদন : আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ফের আলোচনা স্যাম অল্টম্যানকে ঘিরে। এবার তাঁর নতুন সংস্থায় যোগদানের সম্ভাবনা ঘিরে জল্পনা তুঙ্গে। শুক্রবারই আচমকা ওপেনএআইয়ের সিইও পদ থেকে অপসারণ করা হয় চ্যাটজিপিটি-র স্রষ্টা স্যাম অল্টম্যানকে।

আরও পড়ুন-বিকৃত মানসিকতা, কবর থেকে শিশুর দেহ তুলে যৌন হেনস্থা যোগীরাজ্যে

স্যামের নেতৃত্ব নিয়ে বিস্তর অভিযোগ তোলেন ওপেনএআইয়ের পরিচালকরা। সেইসঙ্গে কৃত্রিম মেধার প্রযুক্তিগত সুরক্ষার দিকটি নিয়ে তিনি বেশি মাথা ঘামাননি বলেও অভিযোগ ওঠে। মূলত সংস্থায় তাঁর কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন ওঠায় স্যামকে সিইও পদ থেকে ছাঁটাই করে দেওয়া হয় বলে অভিযোগ। তবে তিনি একা নন, স্যামের অপসারণের পর সংস্থা থেকে সরে যাওয়ার ঘোষণা করেন ওপেন এআই-এর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যানও।

আরও পড়ুন-এই হার হজম করা কঠিন : শামি

প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থায় হাইপ্রোফাইল বদল ঘিরে বিতর্কের মধ্যেই ফের চমক। জানা গিয়েছে, বিখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফটে এবার যোগ দিচ্ছেন স্যাম অল্টম্যান ও গ্র্যান্ড ব্রকম্যান। এরা দুজনেই মাইক্রোসফটের কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত নয়া প্রকল্পের দায়িত্ব নিচ্ছেন। সোমবার ‘এক্স’ হ্যান্ডেলে পোস্ট করে এই খবর জানিয়েছেন মাইক্রোসফট সিইও সত্য নাদেলা।

আরও পড়ুন-ছাড়পত্র পেলেই বেঙ্গল সাফারিতে আসবে জোড়া সিংহ

নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানের মাইক্রোসফটে যোগদানের কথা জানিয়ে নাদেলা লিখেছেন, আমরা অত্যন্ত উত্তেজিত। স্যাম অল্টম্যান এবং গ্র্যান্ড ব্রকম্যান মাইক্রোসফটের কৃত্রিম মেধা সংক্রান্ত প্রকল্পে যোগ দিতে চলেছেন। আমরা তাঁদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে নয়া পথের দিশা দেখার অপেক্ষায় রয়েছি। তবে স্যাম অল্টম্যান ও ব্রকম্যানকে দলে টানলেও ওপেনএআইয়ের সঙ্গে মাইক্রোসফটের সম্পর্ক অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন নাদেলা।

আরও পড়ুন-পূর্বিতায় তিন ঘণ্টা জেরা প্রাক্তন উপাচার্য বিদ্যুৎকে

উল্লেখ্য, গত শুক্রবার আচমকাই ওপেনএআইয়ের সিইও পদ থেকে সরানো হয় কৃত্রিম মেধা চ্যাটজিপিটি-র ‘স্রষ্টা’ স্যাম অল্টম্যানকে। সংস্থার তরফে জানানো হয়, স্যামের নেতৃত্ব দেওয়ার ক্ষমতার উপর আস্থা রাখা যাচ্ছে না। সেই কারণেই তাঁকে সিইও পদ থেকে ছাঁটাই করা হয়েছে। অল্টম্যানের জায়গায় দায়িত্ব সামলানোর দায়িত্ব দেওয়া হয় সংস্থারই আরেক শীর্ষ পদাধিকারী তথা ভারতীয় বংশোদ্ভূত মীরা মুরাতিকে। তবে অল্টম্যানকে আচমকা বরখাস্তের ঘটনায় বিশ্বের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক শোরগোল পড়ে যায়। যদিও বরখাস্ত হওয়ার পরেও ওপেনএআইয়ের পরিচালকদের সিদ্ধান্ত নিয়ে এখনও পর্যন্ত কোনও বিরূপ মন্তব্য করতে শোনা যায়নি স্যাম অল্টম্যানকে।

Latest article