প্রতিবেদন : ত্রিপুরা তো আছেই। এবার সঙ্গে যোগ হল গোয়া। গোয়া বিধানসভার ভোট লড়াইয়ে নামছে তৃণমূল কংগ্রেস। লক্ষ্য সরকার দখল। ২০২২-এর ফেব্রুয়ারি মাসে গোয়ায় ভোট। সেই লক্ষ্যে চরম প্রস্তুতি। তৃণমূল কংগ্রেসের সাংসদদের একটি দল খুব শীঘ্র গোয়া যাবে। গোয়ায় ভোট যুদ্ধে নামার আগে আই প্যাকের একটি দলও ইতিমধ্যে রাজ্যে গিয়ে কাজ শুরু করে দিয়েছে। প্রস্তুতি চরমে।
আরও পড়ুন: ত্রিপাক্ষিক জোটে ঠাঁই পাচ্ছে না ভারত ও জাপান
কেন গোয়া? দলের স্ট্র্যাটেজি এবং লক্ষ্য আপাতত ছোট ছোট রাজ্যগুলি। গোয়া বিধানসভায় আসন সংখ্যা ৪০। গত ভোটে কংগ্রেস ১৭টি ও বিজেপি ১৪টি আসন পায়। কিন্তু কংগ্রেস নয়, সরকার গড়েছিল বিজেপি। গোয়ায় এখন বিজেপি বিরোধী প্রবল হাওয়া। বিগত নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনতে না চাইলেও বিধায়ক কিনে ক্ষমতায় আসায় রাজ্যের মানুষ মনে করছেন তাদের রায়কে বুড়ো আঙুল দেখিয়েছে গেরুয়া বাহিনী। কংগ্রেসও দল ধরে রাখতে পারেনি, দল বাড়াতেও পারেনি। পশ্চিমবঙ্গের উদাহরণ সামনে রেখে গোয়ায় তৃণমূল কংগ্রেসের বার্তা, কংগ্রেস নয়, বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেসই। সেই অঙ্কেই দলীয় পরিসর সাজানো হচ্ছে। রাজনৈতিক পদক্ষেপ করা হবে পরিস্থিতি বুঝে। ভোট প্রচারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।