নিট ও ইউজিসি পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

ঘোষণা করা হয়েছে জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার দিনও। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রথম পর্ব শুরু হবে ২০২৩ সালের ২৪ জানুয়ারি।

Must read

নিট এবং ইউজিসি পরীক্ষার দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। শুক্রবার এনটিএ বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে। বিজ্ঞপ্তি অনুসারে ২০২৩ সালের নিট এবং ইউজিসি পরীক্ষা শুরু হবে পরবর্তী বছরের ৭ মে। একই সঙ্গে কমন ইউনিভার্সিটি প্রবেশিকা পরীক্ষার দিনও এদিন ঘোষণা করা হয়েছে। কমন ইউনিভার্সিটি প্রবেশিকা পরীক্ষা শুরু হবে ২১ মে। চলবে ৩১ মে পর্যন্ত।

আরও পড়ুন-এনপিপির প্রতীক বাতিলের দাবি মেঘালয় তৃণমূলের

ঘোষণা করা হয়েছে জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার দিনও। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রথম পর্ব শুরু হবে ২০২৩ সালের ২৪ জানুয়ারি। পরীক্ষা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। সাধারণতন্ত্র দিবসের দিন কোনও পরীক্ষা হবে না। জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার সেকেন্ড সেশন বা দ্বিতীয় পর্বের পরীক্ষা শুরু হবে এপ্রিলে। দুটি পরীক্ষার জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। যাঁরা ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চান, তাঁরা সকলেই এই দুই সর্বভারতীয় পরীক্ষায় বসতে চান। করোনাকালেও কড়া বিধিনিষেধ মেনে এই দুটি পরীক্ষা নেওয়া হয়েছিল। তবে এখন আর পরিস্থিতি আগের মতো নেই। পরীক্ষার্থীরা এখন স্বাভাবিকভাবেই পরীক্ষা দিতে পারবেন।

Latest article