পাকিস্তানকে ভাল প্রতিবেশী হওয়ার পরামর্শ

এর আগে বুধবার জয়শঙ্কর বলেছিলেন, যে দেশ ওসামা বিন লাদেনকে আশ্রয় দেয়, তারা কোনওভাবেই এই নিরাপত্তা পরিষদে বলার অধিকার রাখে না

Must read

প্রতিবেদন : গোটা বিশ্ব জেনে গিয়েছে সন্ত্রাসবাদের মূল কেন্দ্র পাকিস্তান। সে দেশের উচিত অবিলম্বে নিজেদের কার্যকলাপ ঠিক করা এবং প্রতিবেশীদের সঙ্গে ভাল ব্যবহার করা। পাকিস্তানের উচিত, ভাল প্রতিবেশী হয়ে ওঠা। রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানকে এই ভাষাতেই আক্রমণ করলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

আরও পড়ুন-নিট ও ইউজিসি পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

এর আগে বুধবার জয়শঙ্কর বলেছিলেন, যে দেশ ওসামা বিন লাদেনকে আশ্রয় দেয়, তারা কোনওভাবেই এই নিরাপত্তা পরিষদে বলার অধিকার রাখে না। বৃহস্পতিবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে হিলারি ক্লিনটনের মন্তব্যকে টেনে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, এক দশক আগে হিলারি তাঁর পাকিস্তান সফর চলাকালীন বলেছিলেন, যদি আপনি নিজের বাগানে সাপ রাখেন, তাহলে সেই সাপ শুধু যে আপনার প্রতিবেশীদেরই কামড়াবে, এই আশা করতে পারেন না। কিন্তু পাকিস্তান পরামর্শ নেওয়ার ক্ষেত্রে ব্যর্থ। সেই কারণেই গোটা বিশ্ব পাকিস্তানকে সন্ত্রাসবাদের মূলকেন্দ্র বলে মনে করে। এই মুহূর্তে বিশ্বের সামনে চ্যালেঞ্জ সন্ত্রাসবাদ৷

Latest article