ফেব্রুয়ারির আগেই কিয়েভ দখলের ছক রুশ বাহিনীর

পুতিন বাহিনীর এই হামলায় বেশ কয়েকটি আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।

Must read

প্রতিবেদন : বিকট শব্দে কেঁপে উঠল কিয়েভ। শুক্রবার সকালে রাশিয়া কিয়েভের একাধিক বেসামরিক এলাকায় পরপর রকেট হামলা চালায়। পুতিন বাহিনীর এই হামলায় বেশ কয়েকটি আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। যে কারণে এদিন ইউক্রেনের একাধিক শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় এদিন ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও।

আরও পড়ুন-পাকিস্তানকে ভাল প্রতিবেশী হওয়ার পরামর্শ

সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, কিয়েভের দক্ষিণ-পশ্চিমের শহর হোলোসিভিস্কি, দেসনিয়াঙ্কি এবং নিপ্রোভেস্কিতেও রকেট হামলা হয়েছে। কমপক্ষে ৬০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়া। প্রাণহানির ঘটনা না ঘটলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিয়েভের মেয়র ভিতালিয়ে ক্লিতশচক জানান, রুশ রকেট হামলার লক্ষ্য ছিল এখানকার একটি বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকেন্দ্রটির ভয়াবহ ক্ষতি হয়েছে। রুশ হামলার কথা স্বীকার করে নিয়েছেন দক্ষিণ ইউক্রেনের মাইকোলেভ প্রদেশের গভর্নর। তিনি জানিয়েছেন, শুক্রবার রাশিয়া একসঙ্গে ৬০টি রকেট হামলা চালায়।

আরও পড়ুন-নিট ও ইউজিসি পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

শুক্রবারের হামলার প্রেক্ষিতে ইউক্রনের সেনা প্রধান জানিয়েছেন, রাশিয়া দীর্ঘমেয়াদি যুদ্ধের পরিকল্পনা নিয়েছে। তবে মস্কোর কাছে কিয়েভ কখনওই আত্মসমর্পণ করবে না। ইউক্রেন সেনা জেনারেল ভ্যালেরি জালুঝনির দাবি, শীতের মধ্যেই কিয়েভ দখলের লক্ষ্যে প্রস্তুতি চালাচ্ছে রুশ বাহিনী। এ জন্য ২ লক্ষ রুশ সেনাকে যুদ্ধে নামানো হচ্ছে। ২৪ ফেব্রুয়ারি রুশ হামলার বর্ষপূর্তি। তার আগেই কিয়েভ দখল করতে চান পুতিন। সম্ভাব্য রুশ হামলা মোকাবিলার জন্য তিনি আন্তর্জাতিক দুনিয়ার কাছে অস্ত্র ও গোলাবারুদের আবেদনও জানান।

Latest article