আন্তর্জাতিক

নারী নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশে ‘অড ডট সেলফি’ আন্দোলন

প্রতিবেদন : রূপচর্চার অনুষঙ্গ দিয়েই প্রতিবাদের স্বর তৈরি। নারী নির্যাতনের প্রতিবাদে এক অভিনব আন্দোলনের ডাক উঠেছে বাংলাদেশে। নারী নিজেই অনন্যা। কিন্তু নিজের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ কতটা অনন্য হয়ে উঠতে পারে তা বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশের ‍‘অড ডট সেলফি’ (Odd Dot Selfie) আন্দোলন। নারী সৌন্দর্যের অন্যতম প্রতীক কপালের টিপকে এবার নারী নির্যাতনের প্রতিবাদে হাতিয়ার করে তুললেন বাংলাদেশের মহিলা সমাজের একাংশ। সেই তালিকায় জুড়ে গেল একাধিক সেলিব্রিটির নামও। রয়েছেন অভিনেত্রী জয়া এহসান, রাফিয়াত রশিদ মিথিলা, নুসরত ইমরোজ তিশার মতো নামী অভিনেত্রীরা।
আন্তর্জাতিক নারীদিবস থেকেই সমাজমাধ্যমে অভিনব প্রতিবাদ দেখা যাচ্ছে। বাংলাদেশি মহিলাদের নিজস্বীতে কপালের লাল টিপটি মাঝখান থেকে একটু সরে একদিকে বসেছে। এই ইচ্ছাকৃত বদল আসলে প্রতিবাদের ভাষা। সঙ্গে হ্যাশট্যাগ হিসেবে লেখা ‘অড ডট সেলফি’ (Odd Dot Selfie)। আন্দোলনকারীদের বক্তব্য, বাংলাদেশে যেভাবে দিনের পর দিন নারী নির্যাতন বেড়ে চলেছে, সেই অনুপাতে প্রতিবাদের আগুন জ্বলছে না। মেয়ে মানেই যেন তাঁকে সবকিছু চুপ করে সহ্য করতে হবে। সমাজ যেন এই ভাষ্যই দিতে চায়। এরই প্রতিবাদে নারীদের সুরক্ষার দাবিতে বাংলাদেশের ‘মঙ্গলদীপ ফাউন্ডেশন’ প্রতিবাদের প্রতীক হিসেবে ‍‘টিপ’কে বেছে নেওয়ার অভিনব উদ্যোগ নিয়েছে। ‍‘অড ডট সেলফি’ প্রসঙ্গে জয়ার মন্তব্য, নারীর ক্ষমতায়নের জন্যই এরকম একটা উদ্যোগে অংশ নেওয়া। তাঁদের সঙ্গে একাত্ম হওয়ার একটা প্রকাশ মাত্র। নির্যাতনের জেরে রক্তাক্ত হচ্ছে নারীর সৌন্দর্য। কিন্তু সে কথা ঘরের চার দেওয়ালের মধ্যে আটকে রাখা হচ্ছে। তাই বাংলাদেশ থেকে এই আন্দোলন ছড়িয়ে পড়ুক অন্যান্য দেশেও, আশাবাদী অভিনেত্রী। অভিনেত্রী মিথিলার মতে, নারীদের উপর নির্যাতন শুধুমাত্র ‘গার্হস্থ্য হিংসা’র মধ্যে আটকে নেই। রাস্তা ঘাটে বা গণ পরিবহণেও নারীদের নির্যাতনের শিকার হতে হচ্ছে। সমাজমাধ্যমেও কটাক্ষ কম হচ্ছে না। এখন আর বিষয়টা তারকাদের মধ্যে আটকে নেই, প্রায় প্রত্যেক সাধারণ মহিলার সঙ্গে এই ঘটনা ঘটছে। তাই প্রতিবাদ হওয়া দরকার। মিথিলা নিজে একজন সমাজকর্মী। ব্যক্তিগত স্তরেও বিভিন্ন সময়ে নারী ক্ষমতায়নের পক্ষে সমাজমাধ্যমে বার্তা দিতে দেখা গেছে তাঁকে। সমীক্ষা বলছে, বাংলাদেশে প্রতি তিনজন মহিলার মধ্যে একজন নির্যাতনের শিকার। নারী নির্যাতনের পরিসর শুধুই বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তেই রয়েছে বলে মনে করেন মিথিলা। তাই পুরুষ বিদ্বেষী হওয়া নয়, নারী-পুরুষ দু’জনকেই যথাযথ সম্মান দেওয়াটাই কাঙ্ক্ষিত। এমনটাই বলছেন বাংলাদেশের তারকারা। তাঁদের দাবি, মেয়েরা বাঁচুক পূর্ণ মর্যাদায়।

আরও পড়ুন- গর্জনই সার, ডায়মন্ড হারবার থেকে পালিয়ে গেল আইএসএফ

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 hours ago