বয়স্কদের বিনামূল্যে ভ্যাকসিন ট্রপিক্যালে

মঙ্গলবার থেকে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ওই টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিন ৫ জনকে টিকা দেওয়া হয়।

Must read

সংবাদদাতা, হাওড়া : রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথম এবার প্রাপ্তবয়স্কদের প্রয়োজনীয় সব ধরনের টিকা দেওয়া শুরু হল। কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এখন থেকে প্রাপ্তবয়স্কদের ওই টিকাকরণ চালু হয়েছে। মঙ্গলবার থেকে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ওই টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিন ৫ জনকে টিকা দেওয়া হয়। বিধায়ক ও স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ রানা চট্টোপাধ্যায় জানান, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার প্রভূত উন্নতি হয়েছে। তারই অঙ্গ হিসেবে আমরা প্রাপ্তবয়স্কদের প্রয়োজনীয় সমস্ত টিকা দেওয়ার কাজ শুরু করলাম। অবশ্যই বিনামূল্যে। যা রাজ্যে প্রথম স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনেই চালু হল। এখন থেকে প্রতি মঙ্গলবার এখানে এই টিকাকরণ কর্মসূচি চলবে। হাসপাতালের চিকিৎসকরা প্রাপ্তবয়স্কদের শারীরিক অবস্থা পরীক্ষা করে যে টিকা নিতে বলবেন তাঁদের এখান থেকে বিনামূল্যে সেই টিকা দেওয়া হবে।’’

আরও পড়ুন-নজরদারিতে ই-প্রেসক্রিপশন

অনেকসময়ই কোভিড ছাড়াও ফ্লু, নিউমোনিয়া, মামস, রুবেলা সহ বেশ কিছু রোগের প্রতিরোধের জন্য প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিন নিতে হয়। যা অনেকক্ষেত্রেই ব্যয়সাপেক্ষ হওয়ায় কেউ কেউ নিতে পারেন না।
নিউমোনিয়ার ভ্যাকসিনের দাম প্রায় চার হাজার টাকা। স্বভাবতই অত্যন্ত দামি। এখন থেকে তাঁরা চিকিৎসকের নির্দেশে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে সেই টিকা নিতে পারবেন। শিশুদের ক্ষেত্রে সরকারিস্তরে টিকাকরণ শিবির চালু থাকলেও এতদিন প্রাপ্তবয়স্কদের জন্য সরকারিস্তরে টিকাকরণের কোনও ব্যবস্থা ছিল না। এবার রাজ্য সরকারের উদ্যোগে প্রাপ্তবয়স্কদের টিকাকরণ শুরু হওয়ায় বেজায় খুশি চিকিৎসক থেকে বহু সাধারণ মানুষ।

Latest article