মোদিকে দুষে আত্মহত্যার চেষ্টা

Must read

প্রতিবেদন : কেন্দ্রের আর্থিক নীতি, মন্দা ও করোনাজনিত কারণে বেশ কয়েক বছর লাভের মুখ দেখতে পাননি এক ব্যবসায়ী। ব্যবসায় চরম ক্ষতির জেরে প্রবল রাগে দুঃখে ওই ব্যবসায়ী ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করলেন। ব্যবসায়ীর নাম রাজীব তোমর। বাড়ি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাগপতে। নিজে বিষ খাওয়ার আগে ওই ব্যবসায়ী তাঁর স্ত্রীকেও বিষ খাইয়েছিলেন। এই ঘটনায় রাজীব কোনওক্রমে প্রাণে বেঁচে গেলেও তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। ফেসবুক লাইভে ওই ব্যবসায়ী এবং তাঁর স্ত্রী তাঁদের মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতিকে দায়ী করেছেন। তাঁরা বলেছেন, প্রধানমন্ত্রীর বিভিন্ন আর্থিক প্রকল্প ও নীতির কারণে তাঁদের মতো ছোট ব্যবসায়ীদের ব্যবসা একেবারে শেষ হয়ে গিয়েছে। এরপর মরা ছাড়া পথ নেই। বিষয়টি দেশের মানুষকে জানানোর জন্যই ফেসবুক লাইভে এসে ওই ব্যবসায়ী সকলের সামনেই বিষ পান করেন। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের ২৪ ঘণ্টা আগে এই খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে এই ঘটনা বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। পুলিশ জানিয়েছে, রাজীবের একটি ছোটখাটো জুতোর ব্যবসা ছিল। কিন্তু করোনাজনিত কারণে চরম আর্থিক সংকটে ভুগছিলেন রাজীব। মঙ্গলবার রাতে তিনি ফেসবুক লাইভে আসেন এবং লাইভে থাকা অবস্থাতেই বিষ পান করেন। তবে বিষ পান করার আগে রাজীব কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কখনও কারও ভাল চান না। তিনি আমাদের মতো ছোট ব্যবসায়ী এবং কৃষকদের কথা কখনও ভাবেন না। সে কারণেই আমাদের মতো ছোট ব্যবসায়ীদের আজ এই দুরবস্থা।

আরও পড়ুন-তৃণমূলকে সমর্থন করল শিলিগুড়ির মতুয়ারা

Latest article