২৩ ডিসেম্বর শান্তিনিকেতন গৃহে সানাইয়ের সুরে হবে সূচনা ঐতিহ্যের পৌষ-উৎসব 

পৌষ-উৎসব হবে বিশ্বভারতীতে। বিশ্বভারতীর কর্মী পরিষদের সঙ্গে বৈঠক করে উৎসবের অনুষ্ঠানের রূপরেখা চূড়ান্ত করেছে বিশ্বভারতী।

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : পৌষ-উৎসব হবে বিশ্বভারতীতে। বিশ্বভারতীর (ViswaBharati) কর্মী পরিষদের সঙ্গে বৈঠক করে উৎসবের অনুষ্ঠানের রূপরেখা চূড়ান্ত করেছে বিশ্বভারতী। তার সূচিও প্রকাশ করেছে। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, ছয় থেকে নয় পৌষ (২৩-২৬ ডিসেম্বর) হবে উৎসব। ২৩ তারিখ শনিবার রাত ন’টায় গৌরপ্রাঙ্গণে বৈতালিক, রাত সাড়ে ন’টায় শান্তিনিকেতন গৃহে সানাইয়ের সুরে পৌষ উৎসবের সূচনা হবে। রবিবার সকাল সাড়ে সাতটায় ছাতিমতলায় উপাসনা, সন্ধে ছ’টায় ছাতিমতলা ও উদয়নগৃহ সাজবে আলোয়।

আরও পড়ুন-হুথি জঙ্গি.দের আটকাতে ১০ দেশের জোট গঠন আমেরিকার

৮ পৌষ সকালে শান্তিনিকেতন গৃহে সানাইবাদন ও তারপর আম্রকুঞ্জে বিশ্বভারতী প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠান ও সাড়ে আটটায় আম্রকুঞ্জে নিদর্শনপত্র প্রদান। বেলা তিনটেয় কেন্দ্রীয় গ্রন্থাগারে মহর্ষি স্মারকবক্তৃতা হবে। ৮ পৌষ সন্ধ্যায় খ্রিস্ট উৎসবের আয়োজন হচ্ছে উপাসনাগৃহে ঐতিহ্য মেনেই। আলোকসজ্জায় উপাসনাগৃহ সেজে উঠবে যথারীতি। ৯ পৌষ সকাল ছ’টায় শান্তিনিকেতন গৃহে সানাইবাদনের পর সকাল আটটায় পরলোকগত আশ্রমবন্ধুদের স্মৃতিবাসর হবে। এবার উৎসবের বাড়তি আকর্ষণ লোকসংস্কৃতির অনুষ্ঠান, গৌরপ্রাঙ্গণে। বাংলার হারিয়ে যাওয়া লোকসংস্কৃতির অনুষ্ঠানের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্বভারতী। থাকছে বাউল গান, ফরিরি গান, কবিগান, পালাগান, লোকনৃত্য, কাঠিনৃত্য, ছৌ নৃত্য, মনসামঙ্গল, আদিবাদী নৃত্য, সত্যপীরের পাঁচালী, কীর্তন, ঝুমুর, রামায়ণ গান, রায়বেঁশে, মুখোশনৃত্য প্রভৃতি। জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়ের এ নিয়ে প্রতিক্রিয়া মেলেনি।

Latest article