স্বচ্ছতার কারণে আবাস-তালিকার উপভোক্তাদের বাড়ি সরেজমিনে প্রশাসন

বুধবার নলহাটি ২ ব্লকের ভদ্রপুর গ্রামে তদন্তে আসেন জেলাশাসক। সঙ্গে ছিলেন নলহাটি ২ ব্লকের বিডিও হুমায়ুন চৌধুরি।

Must read

সংবাদদাতা, নলহাটি : স্বচ্ছতা বজায় রাখতে আবাস যোজনার তালিকায় নাম থাকা উপভোক্তাদের বাড়ি সরেজমিনে খতিয়ে দেখে পাকা বাড়ির মালিকদের তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশ দিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়। বুধবার নলহাটি ২ ব্লকের ভদ্রপুর গ্রামে তদন্তে আসেন জেলাশাসক। সঙ্গে ছিলেন নলহাটি ২ ব্লকের বিডিও হুমায়ুন চৌধুরি।

আরও পড়ুন-লালনের বাড়িতে তদন্তে সিআইডি

তাঁকে কাছে পেয়ে অনেকেই খোলাখুলি কথা বলেন। পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনায় নাম থাকায় বাড়ি বাড়ি গিয়ে জেলাশাসক প্রশ্ন করেন, ‘‘আপনারা কি আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য?’’ অধিকাংশ উপভোক্তা এককথায় জানান, ‘‘না।’’ জেলাশাসক তাঁদের বুঝিয়ে বলেন, ‘‘প্রাকৃতিক বিপর্যয়ের সময় মাথার উপর কংক্রিটের ছাদ থাকায় আপনাদের দুশ্চিন্তা হয় না। কিন্তু ভেবে দেখেছেন পাড়ায় অনেকের মাটির বাড়ি, ছাউনি ঠিক নেই। তাঁদের পাকা বাড়ি দরকার। তাহলে আপনারা কি আবাস যোজনার বাড়ি নেবেন?’’ অনেকেই উত্তর দেন, ‘‘আমার বদলে ওঁদের বাড়ি হলে অসুবিধে নেই।’’ অনেক পঞ্চায়েত সদস্যর আবাস যোজনায় নাম থাকা নিয়ে জেলাশাসক বলেন, ‘‘সবার যে পাকা বাড়ি আছে এমন নয়। অনেকে মাটির বাড়িতে থাকেন। সমীক্ষা করে বিধিনিষেধ বিবেচনা করে যোগ্য হলে নিশ্চয়ই বাড়ি পাবেন।’’

Latest article