সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

Must read

বিশিষ্ট সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন,”প্রথিতযশা সাহিত্যি সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধার্ঘ্য।”


সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধার্ঘ্য জানিয়ে লেখেন,”বিশিষ্ট সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।”

১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বরে সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম। উত্তর কলকাতায় তিনি বড় হয়ে ওঠেন। তাঁর বাবা তাঁকে ঘরে আটকে রাখার জন্য টেনিসনের কবিতা বাংলায় অনুবাদ করার কাজ দিয়েছিলেন। তারপর থেকেই তাঁর কবিতা-প্রীতির শুরু।

Latest article