তৃতীয় দিন উজ্জ্বল ঝুলন ও দীপ্তি

Must read

গোল্ড কোস্ট, ২ অক্টোবর : প্রথমবার গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলতে নেমে দাপুটে পারফরম্যান্স করে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। গোল্ড কোস্টে সিরিজের একমাত্র দিন-রাতের টেস্টের প্রথম দু’দিন অনেকটা সময় বৃষ্টির জন্য নষ্ট হয়। তাতেও ম্যাচে কর্তৃত্ব করে ভারতীয় মেয়েরা।
প্রথম দু’দিন যদি স্মৃতি মান্ধানার হয়, তাহলে শনিবার টেস্টের তৃতীয় দিনটি বাংলার দুই তারকার। একজন কিংবদন্তি ঝুলন গোস্বামী এবং অন্য জন দীপ্তি শর্মা। অলরাউন্ডার দীপ্তির ব্যাট হাতে ৬৬ রান ভারতের প্রথম ইনিংসের স্কোর সাড়ে তিনশোর গণ্ডি টপকাতে সাহায্য করল। ৫ উইকেটে ২৭৬ রান থেকে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করে ৮ উইকেটে ৩৭৭ রান তুলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারতীয় দল।

জবাবে অস্ট্রেলিয়ার ইনিংসে শুরুতেই ধাক্কা দেন ঝুলন। অস্ট্রেলীয় ওপেনার বেথ মুনিকে বোল্ড করেন অভিজ্ঞ ভারতীয় পেসার। এরপর বিপক্ষের ৪৯ রানের জুটি ভেঙে অ্যালিসা হিলিকে ফিরিয়ে দেন ঝুলন। বঙ্গ পেসারকে যোগ্য সঙ্গত করেন পূজা ভাস্ত্রাকর। মেগ ল্যানিং ও তাহলিয়া ম্যাকগ্রাকে আউট করে অস্ট্রেলীয়দের আরও চাপে ফেলে দেন ভারতীয় পেসার। ঝুলন (২/২৭) ও পূজার (২/৩১) বোলিং বিক্রমে টেস্টের তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের স্কোর ৪ উইকেটে ১৪৩। এখনও ২৩৪ রানে এগিয়ে ভারত। তবে রবিবার টেস্টের শেষ দিন বড় কোনও অঘটন না ঘটলে ম্যাচ ড্রয়ের পথে।

Latest article