আগুনে ছাই দেড়শো বিঘার গম

স্থানীয় প্রশাসন এবং তৃণমূল নেতৃত্ব অবশ্য সঙ্গে সঙ্গেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। প্রশাসন জানিয়েছে, সব রকম সাহায্য করা হবে।

Must read

প্রতিবেদন : হঠাৎ আগুনে পুড়ে ছাই প্রায় দেড়শো বিঘা জমির গম। সর্বস্বান্ত হলেন ৭০-৮০ জন কৃষক। শনিবার দুপুরের ঘটনা, দেওতলা এবং বাবুপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে। গমের অবশিষ্টাংশ বা নেড়া পোড়ানোর জন্য আগুন লাগানো হয়েছিল জমিতে। সেইসময় পাশের বেশ কিছু জমিতে গমকাটা হচ্ছিল। হাওয়ার দাপটে আগুন সেখানে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন-অভিষেকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে চাঙ্গা দলীয় নেতৃত্ব

আগুন লাগতেই দমকলে খবর দেওয়া হয়। দমকল এসে যতক্ষণে পৌঁছয় ততক্ষণে পুড়ে ছাই সমস্ত গম। সন্ধে সাড়ে পাঁচটা নাগাদ আগুন আয়ত্তে আসে। ঘটনার পরই গাজোলে দমকল কেন্দ্র স্থাপনের দাবি উঠতে শুরু করেছে। এক গ্রামবাসী জানান, দমকল কেন্দ্র স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন হচ্ছে। কৃষক রফিকুল আলম বলেন, ইদের সময়ে এতটা ক্ষতি সামলানো কঠিন। স্থানীয় প্রশাসন এবং তৃণমূল নেতৃত্ব অবশ্য সঙ্গে সঙ্গেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। প্রশাসন জানিয়েছে, সব রকম সাহায্য করা হবে।

Latest article