অভিষেকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে চাঙ্গা দলীয় নেতৃত্ব

প্রধান, উপপ্রধান ও অঞ্চল সভাপতিদের উদ্দেশে বলেন, দায়িত্ব এবার সবাইকে নিতে হবে। কোথাও যদি সমস্যা থাকে, তার সমাধান করতে হবে।

Must read

সংবাদদাতা, মালদহ : কথা রাখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘণ্টা পার হতে না হতেই উত্তর থেকে দক্ষিণ তৃণমূল পরিচালিত গ্রামপঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও অঞ্চল সভাপতিদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন। শনিবার বিকেল চারটেয় শুরু হয় ভার্চুয়াল বৈঠক। বৈঠকে ছিলেন অভিষেক স্বয়ং। আসন্ন লোকসভা নির্বাচনে গ্রামাঞ্চলে কী করলে তৃণমূল প্রার্থীরা জয়ী হবেন, তার বিশদ ব্যাখ্যা করেন তিনি।

আরও পড়ুন-ক্যান্ডিডেটসে চমক বিদিতের, হার প্রজ্ঞানন্দের

প্রধান, উপপ্রধান ও অঞ্চল সভাপতিদের উদ্দেশে বলেন, দায়িত্ব এবার সবাইকে নিতে হবে। কোথাও যদি সমস্যা থাকে, তার সমাধান করতে হবে। মানুষের সমস্যা শুনে সেগুলি সমাধান করার চেষ্টা করতে হবে। সুখদুঃখে আপদে-বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সাহায্য করতে হবে। পাশাপাশি নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্যদের বুথে বুথে গিয়ে ভোট করার নির্দেশ দেন তিনি। নির্বাচনের আগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে উজ্জীবিত প্রধান, উপপ্রধান ও অঞ্চল সভাপতিরা। তৃণমূল পরিচালিত ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তি শিকদার জানান, ভার্চুয়াল সভায় যোগদান করতে পেরে খুব ভাল লাগছে। সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, সেগুলি পালন করব।

Latest article